Ajker Patrika

৫ সড়কের নির্মাণকাজ উদ্বোধন করলেন মেয়র

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৬: ০২
৫ সড়কের নির্মাণকাজ উদ্বোধন করলেন মেয়র

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) ২৬ নম্বর ওয়ার্ডে পাঁচটি সড়কের নির্মাণকাজ উদ্বোধন করেছেন মেয়র মো. ইকরামুল হক টিটু। সড়কগুলোর মোট দৈর্ঘ্য প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার। গতকাল শনিবার শিকারীকান্দা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ৯ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে এই কাজের উদ্বোধন করেন মেয়র।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষম উন্নয়নে বিশ্বাসী। তিনি সিটি করপোরেশনের উন্নয়নে ১ হাজার ৫৭৫ কোটি টাকার প্রকল্প বরাদ্দ দিয়েছেন। এ থেকে আমরা নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডসমূহে বেশি বরাদ্দ দিয়েছি। এ ওয়ার্ডগুলো আমরা ঢেলে সাজাতে চাই, মডেল ওয়ার্ড হিসেবে গড়তে চাই।

মেয়র জানান, নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডগুলো পরিকল্পনামাফিক সাজানোর এখনো সুযোগ রয়েছে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, পরিকল্পনামাফিক বাড়ি নির্মাণ এবং ড্রেন ও রাস্তার জন্য ছাড়ের মানসিকতা না থাকলে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয়।

মেয়র আরও বলেন, কোভিড পরিস্থিতি আবির্ভূত না হলে এসব উন্নয়নকাজ আরও আগে শুরু করা সম্ভব ছিল। ময়মনসিংহ সিটির উন্নয়নে আরও কিছু উন্নয়ন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এগুলোর বাস্তবায়ন শুরু হলে অবস্থার আরও পরিবর্তন হবে।

উদ্বোধনকৃত সড়কের মধ্যে রয়েছেন রেনু মহাজন বাড়ি থেকে রহিমের দোকান পর্যন্ত বিসি সড়ক, শিকারীকান্দা খামার ফকিরবাড়ি মোড় ও বাড়েরার পুল থেকে ফকিরবাড়ি মোড় পর্যন্ত আরসিসি সড়ক, ঝিগাতলা মোড় থেকে গোফিবাড়ি মোড় পর্যন্ত আরসিসি ও বিসি সড়ক এবং বাদশা মাস্টারের বাড়ি থেকে নটর ডেম কলেজ পর্যন্ত বিসি সড়ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত