Ajker Patrika

ক্যাম্পাস পরিষ্কার করলেন চবির ৫০ শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ০২ মার্চ ২০২২, ১৬: ২৯
Thumbnail image

৫০ জনের একটি দল। সবার হাতে গ্লাভস আর মুখে মাস্ক। কারও হাতে রয়েছে ময়লা রাখার ঝুড়ি। কেউ ময়লা কুড়াচ্ছেন আবার কেউ সেই ময়লা হাত দিয়ে ঝুড়ি বা বস্তায় রাখছেন। দূর থেকে প্রথম দেখায় তাঁদের পরিচ্ছন্নতাকর্মী মনে হলেও আদতে তাঁরা কেউই তা নন। তাঁরা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী।

চারদিকে সবুজে ঘেরা পাহাড় বেষ্টিত এই নান্দনিক ক্যাম্পাসের সর্বত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে ময়লা-আবর্জন। প্রতিষ্ঠার ৫৫ বছরেও এই ক্যাম্পাসে স্থায়ী কোনো বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। এমনকি ক্যাম্পাসের কোথাও ময়লার ডাস্টবিনেরও দেখা মেলে না। ফলে ক্যাম্পাসের যত্রতত্র স্থানে বর্জ্য স্তূপ করে রাখা হয়। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না বলে দুর্গন্ধময় পরিস্থিতি ম্লান করে দিচ্ছে সুবিশাল ক্যাম্পাসের সৌন্দর্যকে। দূষিত করছে ক্যাম্পাসের পরিবেশকেও। তাই সুবিশাল ক্যাম্পাসের সৌন্দর্য ফিরিয়ে আনতে ফেব্রুয়ারি মাসব্যাপী ক্যাম্পাসজুড়ে পরিচ্ছন্নতা অভিযান চালায় ‘ক্লিন ক্যাম্পাস, চবি’ নামের একটি সংগঠন।

সংগঠনের সভাপতি নিগার সুলতানা শাহীন বলেন, ক্যাম্পাসে পর্যাপ্ত পরিমাণের ডাস্টবিন না থাকায় ২ হাজার ১০০ একরের সবুজ ক্যাম্পাস ময়লার স্তূপে পরিণত হচ্ছে। ক্লিন ক্যাম্পাস প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যই ছিল ক্যাম্পাসে পর্যাপ্ত পরিমাণে ডাস্টবিন স্থাপনের জন্য প্রশাসনের প্রতি চাপ প্রয়োগ করা। একই সঙ্গে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলতে সাধারণ শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি করা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, ‘ক্লিন ক্যাম্পাসের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি নিজেও এই উদ্যোগে অংশ নিয়েছি। আমি চাই, এ ধরনের গঠনমূলক কাজ অব্যাহত থাকুক। তাদের দেখে অন্যরাও সচেতন ও অনুপ্রাণিত হবে।’

রেজিস্ট্রার আরও বলেন, ‘আমরা স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। এর জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। আমাদের ছোট আকারে রিসাইক্লিং বর্জ্য ব্যবস্থাপনা করতে গেলেও ৩০ থেকে ৪০ লাখ টাকা লাগবে। আমরা এই টাকা জোগাড় করার জন্য চেষ্টা শুরু করছি। এটা করা গেলে বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের বিশ্ববিদ্যালয় হবে ইউনিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত