Ajker Patrika

লন্ডনে এক মঞ্চে গাইবেন কনা ও ইমরান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

সিনেমার অনেক গানেই একসঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও ইমরান মাহমুদুল। ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় গান গেয়ে একসঙ্গে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দেশে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে গাইলেও বিদেশে কখনো একসঙ্গে গাওয়া হয়নি তাঁদের। লন্ডনের মঞ্চে এবার সেই স্বপ্নটাই পূরণ হতে যাচ্ছে তাঁদের। আগামী ৪ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের ‘দ্য লন্ডন রয়েল রিজেন্সি’তে আয়োজিত এক অনুষ্ঠানে একসঙ্গে এক মঞ্চে গাইবেন তাঁরা। কনা ও ইমরান লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন ২ ফেব্রুয়ারি।

ইমরান বলেন, ‘এর আগে এককভাবে লন্ডনের একটি অনুষ্ঠানে গেয়েছি। প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসায় মুগ্ধ হয়েছি। এবার কনা আপু আর আমি একসঙ্গে যাচ্ছি। আমাদের গাওয়া অনেক দ্বৈত গান আছে যা শ্রোতাদের বেশ পছন্দ। তাই অনুষ্ঠানটি সবার জন্য বেশ উপভোগ্য হবে আশা করছি।’

কনা বলেন, ‘অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের। কয়েক বছর আগে একবারই লন্ডনে গিয়েছিলাম শো করতে। দারুণ উপভোগ করেছি। ইমরানের সঙ্গে এবারের অনুষ্ঠান আর গান নিয়ে আলোচনা করছি। চেষ্টা করব শ্রোতাদের উপভোগ্য একটি অনুষ্ঠান উপহার দেওয়ার।’

কনা ও ইমরান দুজনেই এখন স্টেজ শো নিয়ে ব্যস্ত। তবে এরই ফাঁকে তাঁরা একসঙ্গে রিহার্সেলও করবেন বলে জানালেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত