Ajker Patrika

হালুয়াঘাটে পিঠা উৎসব

হালুয়াঘাট প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৭: ১৫
হালুয়াঘাটে পিঠা উৎসব

হালুয়াঘাটে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী আচকিপাড়া শহীদ স্মৃতি আদিবাসী নিম্ন মাধ্যমিক বিদ‍্যালয়ে এই আয়োজন করা হয়। শীতের শুরুতে এমন আয়োজন এবং রকমারি পিঠার স্বাদ ও গন্ধ মাতিয়ে রেখেছে অনুষ্ঠানের অতিথিদের। উৎসবে সভাপতিত্ব করেন সমাজকর্মী তুলি চিসিম।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বাঙালির উৎসবগুলোর মধ্যে পিঠা উৎসব অন্যতম। পিঠা উৎসবের সঙ্গে জড়িয়ে আছে গ্রামীণ ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি। এই ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই বিদ্যালয় কর্তৃপক্ষ এ আয়োজন করেন।

প্রধান অতিথি ছিলেন এনজিও কর্মকর্তা মিস্টার পবন রিছিল। বিশেষ অতিথি ছিলেন ভাষা শহীদ আব্দুল জব্বার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আতিক উল্লাহ, কবি প্রাঙ্গণ বাংলাদেশের সভাপতি জালাল উদ্দিন আহমেদ, নির্মাণ একাডেমির পরিচালক মাহমুদুল হাসান মুন্না ও শরীফ মল্লিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলশিক্ষক ফয়জুল ইসলাম।

এই উৎসবে প্রায় ২০ ধরনের পিঠার আয়োজন করা হয়। ছাত্রছাত্রী, অতিথি ও শিক্ষকদের পদচারণায় সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণ মুখর হয়ে উঠে। উৎসব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত