Ajker Patrika

গণ বিশ্ববিদ্যালয়ে প্রতি সেমিস্টারে ৩০০ বৃত্তি

ধীরা ঢালী
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৫৬
গণ বিশ্ববিদ্যালয়ে প্রতি সেমিস্টারে ৩০০ বৃত্তি

নিজস্ব ক্যাম্পাস
৩১ একর জমির ওপর নিজস্ব ভবনে সুশৃঙ্খল ও সুবিন্যস্তভাবে পরিচালিত হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। বাঙালির গৌরবময় ইতিহাস, রঙিন সংস্কৃতি, সৃজনশীল চিন্তা-চেতনার উন্নয়ন, নারী-পুরুষ বৈষম্য দূরীকরণের পাশাপাশি প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বিশ্ববিদ্যালয়টি অন্তর্ভুক্ত করেছে কিছু ব্যতিক্রমী পাঠ্যক্রম, অর্থাৎ দেশের সাধারণ মানুষের সার্বিক কল্যাণ সাধন ও সমাজ সচেতন উচ্চশিক্ষা প্রসারই এই বিদ্যাপীঠের একমাত্র লক্ষ্য।

স্বল্প খরচে শিক্ষা
পুরুষের পাশাপাশি নারী শিক্ষাকে সমান গুরুত্বের সঙ্গে প্রতিষ্ঠিত করার জন্য গণ বিশ্ববিদ্যালয় সর্বদা আগ্রহী। সমাজের পিছিয়ে পড়া, উচ্চশিক্ষা থেকে বঞ্চিত এবং স্বল্প আয়ের মানুষের কথা মাথায় রেখেই মূলত বিশ্ববিদ্যালয়টি এর শিক্ষা কার্যক্রম চালু করে। স্বল্প খরচে দেশের যেকোনো প্রান্তের এইচএসসি বা ডিপ্লোমা পাস শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে পারবেন। গণ বিশ্ববিদ্যালয়  প্রতিবছর ২৫ জন ছাত্রীর ফ্রি বাসস্থান ও খাবারের সুবিধা দিয়ে  থাকে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়টি প্রতি সেমিস্টারে নানা বিষয়ে তিন শ শিক্ষার্থীকে বৃত্তির সুবিধা দিয়ে থাকে।

৪ বছর মেয়াদি, ৮ সেমিস্টারবিশিষ্ট স্নাতকের বিষয় ও শিক্ষা ব্যয়–
কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ:
▶ বাংলা – ১,৫০,০০০ টাকা

▶ ইংরেজি – ২,৫০,০০০ টাকা

▶ রাজনীতি ও প্রশাসন – ২,০০,০০০ টাকা

▶ আইন – ৩,০০,০০০ টাকা

▶ সমাজবিজ্ঞান ও সমাজকর্ম – ২,০০,০০০ টাকা

উপরিউক্ত বিষয়ে ভর্তির ন্যূনতম যোগ্যতা:
এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/উভয় পরীক্ষায় জিপিএ-২.৫ কাম্য।

স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞান অনুষদ:
▶ ফার্মেসি – ৫,০০,০০০ টাকা

▶ মাইক্রোবায়োলজি – ৩,৫০,০০০ টাকা

▶ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি – ২,২৫,০০০ টাকা

উপরিউক্ত বিভাগে ভর্তির ন্যূনতম যোগ্যতা:
এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/উভয় পরীক্ষায় জিপিএ-২.৫ কাম্য।

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ:
▶ ফলিত গণিত – ১,৫০,০০০ টাকা

▶ সিএসই – ৩,০০,০০০ টাকা

▶ মেডিকেল ফিজিকস অ্যান্ড বায়োমেডিক্যাল ইঞ্জি: –২,৭৫,০০০ টাকা

▶ রসায়ন ও পদার্থ – ২,০০,০০০ টাকা

▶ ইইই – ২,৮০,০০০

অনুষদের বিভাগে ভর্তির ন্যূনতম যোগ্যতা:
এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/উভয় পরীক্ষায় জিপিএ-২.৫ কাম্য।

অনার্স কোর্স ৫ বছর মেয়াদি, ১০ সেমিস্টারবিশিষ্ট স্নাতকের বিষয় ও শিক্ষা ব্যয়:
ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদ:

▶ ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স – ৫,০০,০০০

ভর্তির ন্যূনতম যোগ্যতা: পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়সহ এইচএসসি পাস হতে হবে। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/উভয় পরীক্ষায় জিপিএ-২.৫ কাম্য।

মাস্টার্স কোর্সের বিষয় ও শিক্ষা ব্যয়:
▶ বাংলা – ৪০,০০০ টাকা

▶ ইংরেজি – ৬০,০০০ টাকা

▶ রাজনীতি ও প্রশাসন – ৬০,০০০ টাকা

▶ মেডিকেল ফিজিকস অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জি. – ১,৭০,০০০ টাকা

▶ ফার্মেসি – ১,২০,০০০ টাকা 

▶ মাইক্রোবায়োলজি –১,১৫,০০০ টাকা

বৃত্তির সুবিধা: মোট ১৪টি বিভাগে বৃত্তি দেওয়া হয়। সেগুলো হলো:

▶ সালমা চৌধুরী স্মৃতি ট্রাস্ট 

▶ হাসিনা-হ‌ুমায়ূন স্মৃতি বৃত্তি 

▶ জাহেদা খানম ফাউন্ডেশন 

▶ ডা. রোকেয়া আলমগীর স্মৃতি তহবিল

▶ মরহুম মুহাম্মদ হাবিবুর রহমান ও আমিনা রহমান বৃত্তি

▶ ড. শামীম আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশন

▶ শামসুন নাহার শিক্ষা বৃত্তি ফান্ড

▶ ডা. লায়লা পারভীন বানু শিক্ষা বৃত্তি ফান্ড 

▶ গ্রামীণ ব্যাংক বৃত্তি ফান্ড 

▶ ব্র্যাক বৃত্তি ফান্ড

▶ মিসেস শামসুন নাহার জামান বৃত্তি 

▶ ফেরদৌস খানম বৃত্তি ফান্ড

▶ ইঞ্জিনিয়ার মীর আকবর হোসেন বৃত্তি ফান্ড 

▶ গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের বিশেষ সুবিধা।

এ ছাড়া নিম্ন আয়ের, শহীদ পরিবারের এবং সংখ্যালঘু জাতিসত্তার অনগ্রসর সম্প্রদায়ের সন্তানদের সুযোগ প্রদানের ব্যবস্থা রয়েছে।

বিশেষ সুযোগ-সুবিধা ও বৈশিষ্ট্য
▶ সব ক্লাসে ৯০ শতাংশ ক্লাসে উপস্থিতি ও পরীক্ষায় A+ গ্রেড পেলে টিউশন ফি ৭৫ শতাংশ রেয়াত হয়। ৯০ শতাংশ উপস্থিতি ও সেমিস্টার পরীক্ষায় সব বিষয়ে A গ্রেড পেলে টিউশন ফি ৫০ শতাংশ রেয়াত হয়।

▶ আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতিসমৃদ্ধ ল্যাবরেটরি রয়েছে।

▶ গ্রন্থাগার পর্যাপ্ত বই পুস্তক ও জার্নালে সমৃদ্ধ। পাঠকক্ষ সম্পূর্ণ শীতাতপনিয়ন্ত্রিত।

▶ দুটি বৃহদাকার খেলার মাঠ, আধুনিক জিমনেসিয়াম, লন টেনিস কোর্ট, ইনডোর গেমসের ব্যবস্থা।

▶ ছাত্র সংসদ, সাংবাদিক সমিতি, ডিবেটিং ক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ ছাত্রবান্ধব অনেকগুলো সংগঠন সক্রিয় রয়েছে।

 অধ্যাপক ড. মো. আবুল হোসেন
উপাচার্য (চলতি দায়িত্ব)
গণ বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।

উচ্চশিক্ষাকে সাধারণ মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য শুরু থেকেই গণ বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। শিক্ষা যেন বোঝা না হয়ে যায়, সেদিকে আমরা সব সময় নজর রেখেছি। আমরা চাই সমাজের সব শ্রেণির মানুষের জন্য শিক্ষা হোক উন্মুক্ত। মানবিক পৃথিবী গড়ার লক্ষ্য সামনে রেখেই সব সময় আমাদের সিলেবাস প্রণয়ন, সেমিস্টার ফি এবং স্কলারশিপের ব্যবস্থা করা হয়। আমরা বিশ্বাস করি, শিক্ষা, গবেষণা ও নেতৃত্ব তৈরির মাধ্যমে গণ বিশ্ববিদ্যালয় সুন্দর দেশ তথা পৃথিবী গড়তে ভূমিকা পালন করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে কড়াকড়ি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন: জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ে কাহিল ৫ অ্যান্টিবায়োটিক

গ্রেপ্তার হয়ে অবাক ডন, বললেন—‘স্যার আমাকে কীভাবে গ্রেপ্তার করলেন’

এবার তেলের খনি নাইজেরিয়াতে নজর ট্রাম্পের, অজুহাত—খ্রিষ্টানরা ভালো নেই

আজকের রাশিফল: সহকর্মীকে জ্ঞান দিতে যাবেন না, প্রাপ্তিযোগে বাল্যকালের প্রেমপত্র

এলাকার খবর
Loading...