Ajker Patrika

ঘিওরে ভয়াবহ ভাঙন সংকুচিত পশুর হাট

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
ঘিওরে ভয়াবহ ভাঙন সংকুচিত পশুর হাট

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ইছামতী ও ধলেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়ে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। ইতিমধ্যে দুই নদীর ভাঙনে ঘরবাড়ি ও ফসলি জমি বিলীন হয়ে গেছে। হুমকির মধ্যে রয়েছে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ও ঐতিহ্যবাহী ঘিওর পশুর হাট।

জানা গেছে, ইছামতী ও ধলেশ্বরী নদীর কোল ঘেঁষে প্রায় শত বছর আগে স্থাপিত হয় ঘিওর হাট। এই হাট গরু, পাট, ধান ও নৌকা বেচাকেনার জন্য প্রসিদ্ধ ছিল সারা দেশের মানুষের কাছে। কিন্তু অব্যাহত নদীভাঙনে দিন দিন সংকুচিত হয়ে আসছে হাটের পরিধি।

স্থানীয়দের অভিযোগ, সরকার এই হাট থেকে মোটা অঙ্কের রাজস্ব আদায় করলেও হাট উন্নয়নে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। গতকাল রোববার সরেজমিন দেখা গেছে, ইছামতীর ভাঙনে কুস্তা কফিল উদ্দিন দরজি উচ্চবিদ্যালয় ও শত বছরের ঐতিহ্যবাহী ঘিওর গরুর হাট অর্ধেক বিলীন হয়ে গেছে। কুস্তা সেতু, ঘিওর-গোলাপনগর সড়ক, বেপারিপাড়া কবরস্থান, রসুলপুর গ্রাম ও কুস্তা কবরস্থান ইছামতীর গর্ভে বিলীনের পথে রয়েছে। এ ছাড়া ধলেশ্বরী নদীর ভাঙনে শ্রীধরনগর, কুস্তা, মাইলাগী, ঘিওর পূর্বপাড়া গ্রামসহ ৪-৫টি প্রতিষ্ঠান হুমকির মধ্যে রয়েছে।

এ বিষয়ে কথা হলে স্থানীয় বাসিন্দা রাম প্রসাদ দীপু আজকের পত্রিকার এ প্রতিবেদককে বলেন, ‘ঐতিহ্যবাহী ঘিওর গরু হাট আজ বিলীনের পথে। একসময় হাজারো মানুষের সরগরম উপস্থিতি ছিল ঘিওর হাটে। কিন্তু সময়ের ব্যবধানে ঐতিহ্যবাহী হাটটি আজ ভাঙনের কবলে পড়েছে।’

জানতে চাইলে ঘিওর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঐতিহ্যবাহী ঘিওর গরুর হাট রক্ষায় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার জানানো হয়েছে।’

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। হাট রক্ষায় স্থায়ী ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত