ফেনী প্রতিনিধি
আড়াই মাস ধরে বন্ধ ফেনী হাসপাতালের কিডনি ডায়ালাইসিস সেন্টার চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল বুধবার থেকে বিভাগটি চালু হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
গত ১২ জানুয়ারি আজকের পত্রিকায় ‘দীর্ঘ আড়াই মাস ধরে বন্ধ ফেনী হাসপাতালের কিডনি ডায়ালাইসিস সেন্টার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিক হয়। বিষয়টি নিয়ে ফেনী জেলাজুড়ে ব্যাপক আলোচনা হয়। সংবাদটি উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষের নজরে এলে হাসপাতাল কর্তৃপক্ষকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়।
ফেনী জেনারেল হাসপাতাল সূত্র জানায়, রক্ত পরিশোধন কেন্দ্রে ১০ শয্যা করে তিন শিফটে প্রতিদিন ৩০ জন রোগীর নিয়মিত ডায়ালাইসিস হয়ে আসছিল। সেন্টারটিতে একজন কনসালট্যান্ট এবং দুজন মেডিকেল কর্মকর্তাসহ ৯ জন নার্স কর্মরত ছিলেন। কিন্তু শুধু কেমিক্যাল রিএজেন্ট না থাকায় সেন্টারটি বন্ধ ছিল। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে সমস্যাটি দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়া হয়।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, কিডনি ডায়ালাইসিস বিভাগটি চালু করার জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন করাসহ মেশিনটি পরীক্ষা করে দেখা হচ্ছে। আজ (গতকাল) রিএজেন্ট আসার কথা। সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার থেকে ১০ শয্যা করে রক্ত পরিশোধন সেবা চালু হবে। এতে অনেক গরিব, অসহায়, দুস্থ, নিম্ন ও মধ্যবিত্ত রোগীরা স্বল্প মূল্যে সেবা পাবেন। যে সেবা পেতে বেসরকারিভাবে অনেক খরচ পড়ে।
হাসপাতালের টেকনিশিয়ান ইনচার্জ খাদেমুল ইসলাম বলেন, তাঁকে দ্রুত রক্ত পরিশোধন যন্ত্রগুলো চালু আছে কিনা পরীক্ষা করতে বলা হয়েছে। তিনি গত রোববার থেকে মেশিনগুলো যাচাই করে দেখছেন।
ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী বলেন, জেলাভিত্তিক জেনারেল হাসপাতালের ডায়ালাইসিস সেন্টারে কেমিক্যাল রিএজেন্ট বা জনবল দেওয়ার কোনো খাত নেই। তবু সরকার ভর্তুকি দিয়ে বিভাগটি চালাচ্ছে।
আড়াই মাস ধরে বন্ধ ফেনী হাসপাতালের কিডনি ডায়ালাইসিস সেন্টার চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল বুধবার থেকে বিভাগটি চালু হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
গত ১২ জানুয়ারি আজকের পত্রিকায় ‘দীর্ঘ আড়াই মাস ধরে বন্ধ ফেনী হাসপাতালের কিডনি ডায়ালাইসিস সেন্টার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিক হয়। বিষয়টি নিয়ে ফেনী জেলাজুড়ে ব্যাপক আলোচনা হয়। সংবাদটি উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষের নজরে এলে হাসপাতাল কর্তৃপক্ষকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়।
ফেনী জেনারেল হাসপাতাল সূত্র জানায়, রক্ত পরিশোধন কেন্দ্রে ১০ শয্যা করে তিন শিফটে প্রতিদিন ৩০ জন রোগীর নিয়মিত ডায়ালাইসিস হয়ে আসছিল। সেন্টারটিতে একজন কনসালট্যান্ট এবং দুজন মেডিকেল কর্মকর্তাসহ ৯ জন নার্স কর্মরত ছিলেন। কিন্তু শুধু কেমিক্যাল রিএজেন্ট না থাকায় সেন্টারটি বন্ধ ছিল। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে সমস্যাটি দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়া হয়।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, কিডনি ডায়ালাইসিস বিভাগটি চালু করার জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন করাসহ মেশিনটি পরীক্ষা করে দেখা হচ্ছে। আজ (গতকাল) রিএজেন্ট আসার কথা। সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার থেকে ১০ শয্যা করে রক্ত পরিশোধন সেবা চালু হবে। এতে অনেক গরিব, অসহায়, দুস্থ, নিম্ন ও মধ্যবিত্ত রোগীরা স্বল্প মূল্যে সেবা পাবেন। যে সেবা পেতে বেসরকারিভাবে অনেক খরচ পড়ে।
হাসপাতালের টেকনিশিয়ান ইনচার্জ খাদেমুল ইসলাম বলেন, তাঁকে দ্রুত রক্ত পরিশোধন যন্ত্রগুলো চালু আছে কিনা পরীক্ষা করতে বলা হয়েছে। তিনি গত রোববার থেকে মেশিনগুলো যাচাই করে দেখছেন।
ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী বলেন, জেলাভিত্তিক জেনারেল হাসপাতালের ডায়ালাইসিস সেন্টারে কেমিক্যাল রিএজেন্ট বা জনবল দেওয়ার কোনো খাত নেই। তবু সরকার ভর্তুকি দিয়ে বিভাগটি চালাচ্ছে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪