Ajker Patrika

‘বাপে আমার ভাইগো কান্দে চইড়্যা মসজিদের পাশে গিয়া ঘুমাইছে’

বরগুনা ও বেগাতী প্রতিনিধি
আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৫: ২১
‘বাপে আমার ভাইগো কান্দে চইড়্যা মসজিদের পাশে গিয়া ঘুমাইছে’

‘আমার বাপে ফিররা আইলো ফ্রিজের গাড়িতে, সারা রাইত ডাকছি, একটা কতা কয় নায়। বাপে আমার খাটে শুইয়া ভাইয়েগো কান্দে চইড়্যা মসজিদের পাশে ঘুমাইছে...।’

এভাবেই বিলাপ করছিলেন ইউক্রেনে নিহত হাদিসুর রহমানের মা রাশিদা বেগম।

গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জানাজা শেষে সাড়ে ১০টার দিকে নিহত নাবিক হাদিসুরের দাফন সম্পন্ন হয়। দুই ভাই তারিকুল ইসলাম তারেক ও গোলাম মওলা প্রিন্স রাত থেকে বিলাপ করেই চলেছেন। বোন সানজিদা আক্তারের চোখে পানি নেই। ভাইয়ের মৃত্যুর খবরের পর কাঁদতে কাঁদতে বাবার বাড়িতে ছুটে এসেছিলেন। সেই থেকে অনবরত কাঁদছেন। ভাইয়ের মৃত্যুতে এক সমুদ্র চোখের জলও যেন ফুরিয়েছে, তবু ভাইয়ের বিয়োগব্যথা ফুরোবার নয়।

‘ভাই যে আমার কফিনে ফিরবে ভাবি নাই। খাটিয়ায় কইরা নিয়া আমার ভাইরে কবরে শোয়াইয়া রাইখা আসছি। ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ কী যে কষ্ট, আপনারা বুঝবেন না, আমারে সান্ত্বনা দিয়েন না, আমরা কইলজায় একটা গর্ত হইয়া গ্যাছে। ভাইকে দাফন শেষে ঘরের মেঝেতে বসে কাঁদছিলেন আর বিলাপ করছিলেন ছোট গোলাম মওলা প্রিন্স। মেজ ভাই তারিকুল ইসলাম তারিক ক্লান্ত হয়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছেন।

মৃত্যুর ১২ দিন পর সোমবার দুপুর সোয়া ১২টায় তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইটে হাদিসুরের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। রাত ১০টায় মরদেহ তাঁর গ্রামের বাড়িতে পৌঁছায়। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। গতকাল সকাল ১০টায় জানাজার পর সকাল সাড়ে ১০টায় মসজিদ-সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে হাদিসুরকে দাফন করা হয়।

হাদিসুরের বাড়িতে গিয়ে বরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্রনাথ দেবনাথ শম্ভু, বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, ইউএনও মো. সুহৃদ সালেহীন, পৌর মেয়র এ বি এম গোলাম কবির শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ছাড়া বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক আবু সুফিয়ান, বাংলাদেশ মেরিন অ্যাকাডেমি বরিশালের কমান্ড্যান্ট ক্যাপ্টেন আতিকুর রহমান হাদিসুর রহমানের বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি পাশে থাকার আশ্বাস দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত