মিন্টু মিয়া, নান্দাইল
আগে নান্দাইলের কৃষকেরা তাঁদের উৎপাদিত ভুট্টা বাজারজাত করতে গিয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তেন। ফলে ইচ্ছা থাকলেও চাষাবাদে অনাগ্রহ ছিল কৃষকের। কিন্তু ভোগান্তি কমে আসায় ও চাহিদা বৃদ্ধিতে নান্দাইলে ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষকেরা। পরিপক্ব ভুট্টাগাছ ও ফল থেকে গোখাদ্য হিসেবে তৈরি হচ্ছে সুস্বাদু ও পুষ্টিকর সাইলেজ। চলতি মৌসুমে প্রায় ৩০০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করেছেন উপজেলার কৃষকেরা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমানে উৎপাদিত ভুট্টার কোনো অংশ বাদ যায় না। পরিপক্ব ভুট্টার ফল, কাণ্ড ও পাতা কেজি হিসেবে বিক্রি করা যায়। এগুলো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গো-খাদ্য হিসেবে পুষ্টিকর সাইলেজ বানিয়ে গরুকে খাওয়ানো হচ্ছে। ফলে এখন ভুট্টাচাষিকে বাজারজাত নিয়ে দুশ্চিন্তা করতে হয় না বলে জানিয়েছেন তাঁরা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, ১৩ ইউনিয়ন ও পৌরসভায় চলতি বছর ৩০০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। গত বছর ছিল ২৯০ হেক্টর। এর আগের কয়েক বছর ২০০-২২০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হতো। এখন আবাদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এ বছর কাবেরী, এনকে-৪০, সুপার সাইন, এলিট জাতের ভুট্টার চাষ করেছেন কৃষক।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার মুসুল্লি ইউনিয়নে বেশি ভুট্টার আবাদ করেছেন কৃষকেরা। আবাদকৃত ভুট্টা খেত সবুজ বর্ণ ধারণ করেছে। বেশির ভাগ জমিতে গাছে ভুট্টা ধরতে শুরু করেছে। আবহাওয়া অনুকূল থাকলে ভালো ফলনের আশা করছেন কৃষক।
মুসুল্লি ইউনিয়নের আল মুস্তাহান খান রনি বলেন, ‘কৃষকেরা আগে ভুট্টা চাষ করতে ভয় পেতেন। তবে এখন কৃষকদের আগ্রহ বেড়েছে।’
চকমতি গ্রামের কৃষক মো. বেলাল উদ্দিন বলেন, ‘এ বছর আমি ১১০ শতাংশ জমিতে ভুট্টা চাষ করেছি। প্রতি বছরই আবাদ করি। প্রায় ১০ বছর যাবৎ ভুট্টা চাষ করছি। আমার দেখাদেখি অনেকেই চাষ করছে। এই ফসল চাষে ধানের তুলনায় খরচ কম, লাভও বেশি।’
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী বলেন, ‘আবহাওয়া অনুকূল থাকায় এ বছর ভুট্টার ভালো ফলনের আশা করা হচ্ছে।’
নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিছুজ্জামান বলেন, ‘এ বছর প্রায় ২০ হেক্টর বেশি জমিতে ভুট্টার আবাদ হয়েছে। ভুট্টার বাজার দরও ভালো পাওয়া যায়। এ জন্যই কৃষকদের ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে।’
আগে নান্দাইলের কৃষকেরা তাঁদের উৎপাদিত ভুট্টা বাজারজাত করতে গিয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তেন। ফলে ইচ্ছা থাকলেও চাষাবাদে অনাগ্রহ ছিল কৃষকের। কিন্তু ভোগান্তি কমে আসায় ও চাহিদা বৃদ্ধিতে নান্দাইলে ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষকেরা। পরিপক্ব ভুট্টাগাছ ও ফল থেকে গোখাদ্য হিসেবে তৈরি হচ্ছে সুস্বাদু ও পুষ্টিকর সাইলেজ। চলতি মৌসুমে প্রায় ৩০০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করেছেন উপজেলার কৃষকেরা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমানে উৎপাদিত ভুট্টার কোনো অংশ বাদ যায় না। পরিপক্ব ভুট্টার ফল, কাণ্ড ও পাতা কেজি হিসেবে বিক্রি করা যায়। এগুলো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গো-খাদ্য হিসেবে পুষ্টিকর সাইলেজ বানিয়ে গরুকে খাওয়ানো হচ্ছে। ফলে এখন ভুট্টাচাষিকে বাজারজাত নিয়ে দুশ্চিন্তা করতে হয় না বলে জানিয়েছেন তাঁরা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, ১৩ ইউনিয়ন ও পৌরসভায় চলতি বছর ৩০০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। গত বছর ছিল ২৯০ হেক্টর। এর আগের কয়েক বছর ২০০-২২০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হতো। এখন আবাদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এ বছর কাবেরী, এনকে-৪০, সুপার সাইন, এলিট জাতের ভুট্টার চাষ করেছেন কৃষক।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার মুসুল্লি ইউনিয়নে বেশি ভুট্টার আবাদ করেছেন কৃষকেরা। আবাদকৃত ভুট্টা খেত সবুজ বর্ণ ধারণ করেছে। বেশির ভাগ জমিতে গাছে ভুট্টা ধরতে শুরু করেছে। আবহাওয়া অনুকূল থাকলে ভালো ফলনের আশা করছেন কৃষক।
মুসুল্লি ইউনিয়নের আল মুস্তাহান খান রনি বলেন, ‘কৃষকেরা আগে ভুট্টা চাষ করতে ভয় পেতেন। তবে এখন কৃষকদের আগ্রহ বেড়েছে।’
চকমতি গ্রামের কৃষক মো. বেলাল উদ্দিন বলেন, ‘এ বছর আমি ১১০ শতাংশ জমিতে ভুট্টা চাষ করেছি। প্রতি বছরই আবাদ করি। প্রায় ১০ বছর যাবৎ ভুট্টা চাষ করছি। আমার দেখাদেখি অনেকেই চাষ করছে। এই ফসল চাষে ধানের তুলনায় খরচ কম, লাভও বেশি।’
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী বলেন, ‘আবহাওয়া অনুকূল থাকায় এ বছর ভুট্টার ভালো ফলনের আশা করা হচ্ছে।’
নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিছুজ্জামান বলেন, ‘এ বছর প্রায় ২০ হেক্টর বেশি জমিতে ভুট্টার আবাদ হয়েছে। ভুট্টার বাজার দরও ভালো পাওয়া যায়। এ জন্যই কৃষকদের ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫