Ajker Patrika

তালায় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৬: ৪১
তালায় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

সাতক্ষীরার তালা উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেছে জেলা কমিটি। গত মঙ্গলবার বেলা ৫টায় জেলা ছাত্রলীগের জরুরি সভায় এ কমিটি ঘোষ আগামী এক বছরের জন্য ২২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করা হয়।

কমিটিতে সভাপতি পদে মিলন কুমার রায় ও সাধারণ সম্পাদক পদে ফারদীন এহসান দ্বীপকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির বাকি সদস্যরা হলেন, সহসভাপতি সাইফুদ্দীন আজাদ সবুজ, মইনুল ইসলাম, শেখ ফাহিম কার্জন, ফরিদ হাসান জুয়েল, মেহেদী হাসান সোহাগ, গোপীনাথ শীল, ইয়াছিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় দে, শাওন আহম্মেদ মোড়ল, নুর হোসেন রাজন, শেখ আওয়াল হোসাইন, রাসেল পারভেজ রাব্বি, সাংগঠনিক সম্পাদক তৌহিদুজ্জামান তৌহিদ, সৈয়দ আকিব, শাহরিয়ার নাফিজ, নয়ন হোসেন, দপ্তর সম্পাদক আল মামুন হোসেন, উপ দপ্তর সম্পাদক সেফায়েত গাজী, প্রচার সম্পাদক দেব প্রসাদ পাল ও উপ প্রচার সম্পাদক তানভির আহম্মেদ দীপ্ত।

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। সংগঠনকে গতিশীল করতে তালা উপজেলা শাখার ২২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে বলে জেলা ছাত্রলীগের একটি সূত্রে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত