Ajker Patrika

পরিপাটি ঘরের কোণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ মার্চ ২০২২, ১১: ৪২
পরিপাটি ঘরের কোণ

হোক শোয়ার কিংবা বসার ঘর, কোণগুলোতে কোন জিনিসটি রাখলে অন্দরের সৌন্দর্য আরও বেড়ে যাবে, তা নিয়ে ভেবেছেন কি?

বসার ঘরের দুই সোফার মধ্যবর্তী দূরত্বে কিংবা সোফা সেটের কর্নারে একটি প্ল্যানটার স্ট্যান্ড রাখা যেতে পারে। যদি গাছপ্রেমী হন তাহলে এটি আপনার জন্য জুতসই পরামর্শ। একটি প্ল্যানটার স্ট্যান্ডে তিন, চার, পাঁচটি টবসহ গাছ রাখা যাবে। এতে আপনার বসার ঘরে সবুজের দেখা মিলবে। সেই সঙ্গে একটি স্ট্যান্ডে গাছ গোছানো আকারে থাকলে ঘরটি দেখতে পরিপাটি লাগবে। এই স্ট্যান্ডগুলো আয়রন রড দিয়ে তৈরি বলে খুব একটা ভারী নয়। সাধারণত সেগুলো ব্যয়বহুল নয়। আবার দেখতেও মানানসই। প্ল্যানটার স্ট্যান্ড শোয়ার ঘর কিংবা গেস্টরুমেও রাখতে পারেন।

ঘরের কোণে কিংবা বিছানার আশপাশে ফেইরি লাইট ঝোলাতে পারেন। অন্ধকার ঘরে যখন লাইটগুলো জ্বলতে থাকবে, তখন অন্য রকম আবেশে আপনার মন জুড়িয়ে যাবে। খাটের একপাশে রাখতে পারেন ল্যাম্প স্ট্যান্ড। এগুলো লম্বায় ৪-৫ ইঞ্চি হয়ে থাকে। কাঠ কিংবা আয়রন রট দিয়ে তৈরি করা হয় এসব ল্যাম্প স্ট্যান্ড। ল্যাম্প স্ট্যান্ডের ওপরে ল্যাম্প থাকে এবং নিচে একটি বা দুটি তাক থাকে। সেখানে আপনি রাখতে পারেন প্রিয় একটি গাছ কিংবা প্রিয় লেখকের বই। ঘুমানোর আগে চশমাটা খুলে তাকে রাখতে পারবেন।

ঘরের কোণে বড় বড় অ্যান্টিক শোপিস রাখতে পারেন। অ্যান্টিকের বিভিন্ন সামগ্রী পাওয়া যায় এমন দোকানে নান্দনিক কর্নার টেবিল পাওয়া যায়। সেসব দোকান থেকে পছন্দের কর্নার টেবিল কিনতে পারেন। আর টেবিলের তাকে চীনামাটি, মাটি কিংবা অন্য কোনো ধাতবের শোপিস রাখতে পারেন।

প্রাপ্তিস্থান ও দরদাম

বিভিন্ন ধরনের কর্নার টেবিল যেকোনো আসবাবের দোকানে অর্ডার দিয়ে বানাতে পারবেন। অনলাইন থেকে কিনতে আর্ট অ্যান্ড ডেকোর, ভিটরা ফার্নিচার, ফার্নেশিং, নন্দিতা কুটির ইত্যাদি পেজে ঢুঁ মারতে পারেন। দাম ১ হাজার থেকে শুরু করে ৫-৭ হাজার হয়ে থাকে। অ্যান্টিকের দোকান থেকে শোপিস ও কর্নার টেবিল কিনলে দাম ৫-৭ হাজার থেকে শুরু করে ৫০ হাজার, লাখ টাকা গুনতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত