Ajker Patrika

স্কুল থেকে শিক্ষার্থীকে ধরে নিয়ে মারধরের অভিযোগ

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১৯ মে ২০২২, ১৪: ২২
স্কুল থেকে শিক্ষার্থীকে ধরে নিয়ে মারধরের অভিযোগ

নেত্রকোনার মোহনগঞ্জে রাফাত নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে স্কুল থেকে ধরে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে ফরিদ মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গত মঙ্গলবার বিকেলে এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এরআগে সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থী রাফাত মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার মো. কামাল মিয়ার ছেলে। সে শহরের আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। আর অভিযুক্ত ফরিদের (৩০) বাড়ি একই এলাকায়।

শিক্ষার্থী রাফাতের বাবা কামাল মিয়া বলেন, ‘দুই-তিন দিন আগে ফরিদের ছেলের সঙ্গে লাটিম খেলা নিয়ে রাফাতের ঝগড়া হয়। এ ঘটনায় ফরিদ স্কুল থেকে রাফাতকে ধরে নিয়ে গিয়ে তাঁর বাসায় আটকে রেখে মারধর করে। তাঁর বাসা স্কুলের পাশেই। পরে স্কুলের অন্য শিক্ষার্থীরা চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে। পরে তাঁকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।’

এ বিষয়ে জানতে চেষ্টা করেও অভিযুক্ত ফরিদ মিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রফিকুর রহমান বলেন, ‘স্কুলের পাশেই ফরিদের দোকান রয়েছে। সামান্য মারধর করার বিষয়টি ফরিদ স্বীকার করেছে। যদি স্কুল থেকে ধরে নিয়ে যাওয়ার প্রমাণ পাই তবে বিদ্যালয়ের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হবে।’

মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মোমেন বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা অভিযোগ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত