Ajker Patrika

নৌকার প্রার্থীকে কটূক্তি করায় মানববন্ধন

রূপসা প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৬: ৫৯
নৌকার প্রার্থীকে কটূক্তি করায় মানববন্ধন

রূপসায় ২ নম্বর শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোল্লা দেলোয়ার হোসেন দিলু স্থানীয় আওয়ামী লীগ ও নৌকার প্রার্থী ইসহাক সরদার সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে পালেরহাট এলাকায় এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ, ম আব্দুস সালাম। সভায় সভাপতিত্ব করেন মো. রবিউল ইসলাম।

উপজেলা যুবলীগের আহ্বায়ক এ. বি. এম কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য আরও রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আইয়ুব মল্লিক বাবু।

যুগ্ম সম্পাদক মো. এমদাদুল ইসলাম, জেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আক্তার ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, আওয়ামী লীগ নেতা শেখ ছাইদুর রহমান, বাসুদেব রায় চৌধুরী, হিরোন আহম্মেদ হিরু, কামাল হোসেন লেলিন, সরদার মনিরুজ্জামান মনি, যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, আ. সাত্তার শেখ, শাহাদাৎ হোসেন, শামীম হাসান লিটনসহ আরও অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত