Ajker Patrika

শীতের কাপড় তোলার আগে

লাইফস্টাইল ডেস্ক, ঢাকা
শীতের কাপড় তোলার আগে

বসন্ত বাতাসে খানিকটা উষ্ণতা ভেসে আসছে। ফলে শীতের কাপড়গুলো আস্তেধীরে আলমারিতে তোলার প্রস্তুতি নিচ্ছেন অনেকে। যেহেতু এসব কাপড় আগামী শীতের আগে আর নামানোর প্রয়োজন হবে না, ফলে এগুলো তুলে রাখার আগে কিছু বিষয় মেনে চলা ভালো।

পরিষ্কার করে নিন
মাত্র দু-একবার পরা হয়েছে, এটা ভেবে না ধুয়ে সোয়েটার বা শীতের কাপড় তুলে রাখবেন না। এগুলো ধুয়ে না রাখলে মাসের পর মাস আলমারি বা বাক্সবন্দী থাকার ফলে গন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই উলের কাপড় শ্যাম্পু দিয়ে ধুয়ে ভালোভাবে শুকিয়ে তুলে রাখুন। 

প্লাস্টিকের ব্যাগে রাখুন
শীতের কাপড় প্লাস্টিকের ব্যাগে ভরে নিন। এমনভাবে ব্যাগের মুখ বন্ধ করুন, যাতে ভেতরে বাতাস না থাকে। এতে আলমারিতে শীতের পোশাক রাখতে জায়গা কম লাগবে। পাশাপাশি অতিরিক্ত আর্দ্রতা ও ধুলোবালি ঢুকে কাপড় গন্ধ হবে না।

শুষ্ক ও ঠান্ডা জায়গায় রাখুন
অনেকে লাগেজে করে শীতের কাপড় বাড়ির সিলিং স্টোরে রেখে দেন। অনেকে খাটের নিচে বাক্সে রাখেন। এতে স্যাঁতসেঁতে পরিবেশে কাপড়গুলো নষ্ট হয়। দ্রুত ফাঙ্গাস পড়ে যায়। আলমারি পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখবেন শীতের পোশাক। তবে সেগুলো ঝুলিয়ে রাখবেন না। কারণ, দীর্ঘদিনের জন্য ঝুলিয়ে রাখলে পোশাকের আকার ও কাপড় নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। পোশাকের ভাঁজে ন্যাপথলিন রেখে দিতে পারেন। বছরে 
দু-একবার বের করে রোদে দিলে কাপড় ভালো থাকবে।

সূত্র: উল মার্ক ও অন্যান্য

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত