Ajker Patrika

গেলেন পটোল তুলতে ফিরলেন লাশ হয়ে

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১৫: ০১
গেলেন পটোল তুলতে ফিরলেন লাশ হয়ে

তিন ভাই ছোট টিনের ডিঙি নৌকায় চড়ে মাঠে পটোল তুলতে যাচ্ছিলেন। যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়। দুই ভাই সাঁতরে কিনারে উঠলেও একজন পারেননি। পরে স্থানীয়রা তাঁর লাশ উদ্ধার করেন।

গতকাল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর এলাকার পদ্মা নদীর কোলে এ ঘটনা ঘটেছে। নিহত কৃষক আবু বক্কর প্রামাণিক (৫৮) উপজেলার সদকী ইউনিয়নের দক্ষিণ রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।

নিহতদের স্বজনেরা জানান, ছোট ডিঙি নৌকা চড়ে হাসিমপুর এলাকার পদ্মার কোল দিয়ে তিন ভাই চরে যাচ্ছিলেন নিজ জমির পটল তুলতে। পদ্মার কোলের মাঝখানে নৌকাটি কাত হয়ে গেলে বড় ভাই বিল্লাল প্রামাণিক ও কাদের প্রামাণিক সাঁতরে কিনারে চলে যান। কিন্তু আবু বক্কর প্রামাণিক কোলের পানিকে ডুবে যান। পরে তাঁর লাশ উদ্ধার করা হয়।

বিল্লাল বলেন, ‘তিন ভাই ডিঙিতে চড়ে পটল তুলতে যাচ্ছিলাম। কোলের মাঝখানে হঠাৎ নৌকাটি কাত হয়ে গেলে আমি স্প্রে মেশিন ও মোবাইল নিয়ে লাফ দিয়ে সাঁতরে কিনারে চলে যায়। ভাবলাম ওরাও সাঁতরে চলে আসবে। কিন্তু কাদের এলেও বক্কর আর ফিরে আসেনি। পরে লোকজন ওর লাশ তুলে আনল।’

সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজুল আবেদীন দ্বীপ বলেন, ‘টিনের হস্তচালিত নৌকায় তিন ভাই মাঠে যাচ্ছিলেন। যাওয়ার পথে পদ্মার কোলে নৌকা ডুবে একজন মারা গেছেন।’ 
কুমারখালী থানার ওসি মো. মহসিন হোসাইন বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত