মিজানুর রহমান, তানোর
বাবা পেশায় কাঠমিস্ত্রি। ছেলেও এক সময় বাবার সঙ্গে কাঠের কারখানায় কাজ করতেন। এভাবে অতিকষ্টে চালিয়ে গেছেন পড়াশোনা। তবে, অভাব কখনো তাঁকে দমাতে পারেনি। পাড়াগাঁয়ের সেই মোস্তাকিম আলী এবার ৮০ দশমিক ৩০ নম্বর পেয়ে বি ইউনিটের গ্রুপ-৩ এ প্রথম হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায়। দারিদ্র্য জয় করে তাঁর এমন সাফল্য সবাইকে অবাক করে দিয়েছে।
মোস্তাকিম আলী রাজশাহীর তানোর উপজেলার ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজের সাবেক ছাত্র। উপজেলার বাঁধাইড় ইউনিয়নের বাঁধাইড় মিশনপাড়া এলাকার বাসিন্দা।
মোস্তাকিম উপজেলার মুণ্ডুমালা সরকারি উচ্চবিদ্যালয় থেকে ২০১৫ সালে জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে পাস করেন। এরপর ২০১৭ সালে একই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৪ দশমিক ৫৫ পেয়ে স্থানীয় ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন। ওই কলেজ থেকেই ২০২০ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪ দশমিক ৮৩ পেয়ে উত্তীর্ণ হন।
মোস্তাকিম আলী বলেন, ‘গ্রামের নিম্নবিত্ত পরিবারের ছেলে হওয়ায় ছোটবেলা থেকেই সংগ্রাম করে বেঁচে থাকতে শিখতে হয়েছে। আর সেই সংগ্রামই আমাকে সাফল্য এনে দিয়েছে। আমি প্রথমেই আমার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাদের সহযোগিতা ছাড়া এত দূর আসতে পারতাম না। কোনো ভর্তি কোচিং বা স্পেশাল প্রাইভেট পড়িনি। তবে আমার স্কুল-কলেজের শিক্ষকেরা আমাকে অনেক সহযোগিতা করেছেন।’
মুণ্ডুমালা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামেল মাডি বলেন, ‘মোস্তাকিম অত্যন্ত মেধাবী। সব সময় সে ক্লাসে ভালো করত।’
ছেলের এমন সফলতায় উচ্ছ্বসিত বাবা সামায়ন আলী। তিনি বলেন, ‘পড়ালেখার প্রতি ছোটবেলা থেকেই মোস্তাকিমের ঝোঁক ছিল। তাঁর জন্য আমরা গর্বিত।’
এ নিয়ে তানোরের বাঁধাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ‘মোস্তাকিমের এই অভাবনীয় সাফল্যে আমরা খুবই গর্ববোধ করছি।’
বাবা পেশায় কাঠমিস্ত্রি। ছেলেও এক সময় বাবার সঙ্গে কাঠের কারখানায় কাজ করতেন। এভাবে অতিকষ্টে চালিয়ে গেছেন পড়াশোনা। তবে, অভাব কখনো তাঁকে দমাতে পারেনি। পাড়াগাঁয়ের সেই মোস্তাকিম আলী এবার ৮০ দশমিক ৩০ নম্বর পেয়ে বি ইউনিটের গ্রুপ-৩ এ প্রথম হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায়। দারিদ্র্য জয় করে তাঁর এমন সাফল্য সবাইকে অবাক করে দিয়েছে।
মোস্তাকিম আলী রাজশাহীর তানোর উপজেলার ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজের সাবেক ছাত্র। উপজেলার বাঁধাইড় ইউনিয়নের বাঁধাইড় মিশনপাড়া এলাকার বাসিন্দা।
মোস্তাকিম উপজেলার মুণ্ডুমালা সরকারি উচ্চবিদ্যালয় থেকে ২০১৫ সালে জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে পাস করেন। এরপর ২০১৭ সালে একই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৪ দশমিক ৫৫ পেয়ে স্থানীয় ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন। ওই কলেজ থেকেই ২০২০ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪ দশমিক ৮৩ পেয়ে উত্তীর্ণ হন।
মোস্তাকিম আলী বলেন, ‘গ্রামের নিম্নবিত্ত পরিবারের ছেলে হওয়ায় ছোটবেলা থেকেই সংগ্রাম করে বেঁচে থাকতে শিখতে হয়েছে। আর সেই সংগ্রামই আমাকে সাফল্য এনে দিয়েছে। আমি প্রথমেই আমার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাদের সহযোগিতা ছাড়া এত দূর আসতে পারতাম না। কোনো ভর্তি কোচিং বা স্পেশাল প্রাইভেট পড়িনি। তবে আমার স্কুল-কলেজের শিক্ষকেরা আমাকে অনেক সহযোগিতা করেছেন।’
মুণ্ডুমালা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামেল মাডি বলেন, ‘মোস্তাকিম অত্যন্ত মেধাবী। সব সময় সে ক্লাসে ভালো করত।’
ছেলের এমন সফলতায় উচ্ছ্বসিত বাবা সামায়ন আলী। তিনি বলেন, ‘পড়ালেখার প্রতি ছোটবেলা থেকেই মোস্তাকিমের ঝোঁক ছিল। তাঁর জন্য আমরা গর্বিত।’
এ নিয়ে তানোরের বাঁধাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ‘মোস্তাকিমের এই অভাবনীয় সাফল্যে আমরা খুবই গর্ববোধ করছি।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫