Ajker Patrika

‘ভারত আমাদের মৎস্য সম্পদ লুটে নিচ্ছে’

বরগুনা প্রতিনিধি
আপডেট : ১৭ মার্চ ২০২২, ২১: ৪৮
Thumbnail image

‘আমাদের জেলেরা অবরোধ মানলেও ভারতীয় জেলেরা আমাদের সমুদ্রসীমায় প্রবেশ করে মৎস্য শিকার করছে। ভারত আমাদের মৎস্যসম্পদ লুটে নিচ্ছে। এটা খুবই আশঙ্কাজনক একটি বিষয়। সরকার এ বিষয়েও সমাধানে কাজ করছে।’

গতকাল দুপুরে বরগুনায় অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এ কথা বলেন। তিনি বলেন, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় দণ্ডনীয় অপরাধ। তাই সরকারি নিষেধাজ্ঞা মেনে মাছ শিকার করতে জেলেদের আহ্বান জানান।

‘জাটকা ধরব না, দেশের ক্ষতি করব না’ স্লোগান নিয়ে রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে (আরডিএফ) ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনাবিষয়ক এ কর্মশালা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। এক দিনের কর্মশালায় বাংলাদেশ ট্রলার মালিক ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীসহ জেলার জেলে সংগঠনের নেতা এবং প্রান্তিক জেলেরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় দেশে ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে জেলেদের বিকল্প কর্মসংস্থানে প্রশিক্ষণ ও প্রণোদনা বৃদ্ধি, নিষিদ্ধ জাল উৎপাদন-বিপণন বন্ধ, নদীর নব্যতা বৃদ্ধিসহ নানা কর্মসূচির কথা বলা হয়।

মৎস্যজীবীদের পক্ষ থেকে বাংলাদেশ ট্রলার মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা চৌধুরী বলেন, সরকার সরকারি-বেসরকারি প্রজেক্টের মাধ্যমে জেলেদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। গভীর সমুদ্রে নৌবাহিনীর নিয়মিত টহলের কারণে দিন দিন কমে যাচ্ছে জলদস্যু। আগামী দিনগুলোতে জলদস্যু মুক্ত হবে সমুদ্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত