Ajker Patrika

নৌকার প্রার্থী বাতিলের দাবিতে মানববন্ধন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৩: ১৬
Thumbnail image

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে কুড়িগ্রাম-চিলমারী সড়কের পুরাতন দুর্গাপুর বাজারের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপে আসন্ন ইউপি নির্বাচনে দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল ইসলাম বাবলু। বাবলু মনোনয়ন পাওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ‘দুর্গাপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের’ ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় খায়রুল ইসলাম বাবলুকে জনবিচ্ছিন্ন ও বিতর্কিত নেতা আখ্যা দিয়ে নৌকার মনোনয়ন বাতিলের দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, আজিজার রহমান, মুস্তারী রহমান চন্দনা, ছাত্রনেতা রেজাউল করিম রুবেল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘বাবলু জনবিচ্ছিন্ন ও বিতর্কিত নেতা। অর্থের দাপট দেখিয়ে নৌকা মার্কা বাগিয়ে নিয়েছেন তিনি। নৌকা প্রতীক পাওয়ার পরই বাবলুর সমর্থকেরা সাবেক ছাত্রলীগ নেতা আজিজার রহমানের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেন। আহত ওই ছাত্রনেতা বর্তমানে চিকিৎসাধীন আছেন। তিনি (বাবলু) নৌকা প্রতীকের যোগ্য নন উল্লেখ করে বক্তারা বাবলুর মনোনয়ন বাতিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে নৌকার প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল ইসলাম বাবলু আজকের পত্রিকাকে বলেন, ‘মানববন্ধনে যাঁরা ছিলের তাঁরা ও তাঁদের পরিবারের কেউ আওয়ামী লীগের সদস্য নন। দল আমাকে মনোনয়ন দিয়েছে, আমি জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছি। কে কোথায় মানববন্ধন করল এ বিষয়ে আমার কোনো মাথা ব্যথা নেই।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু বলেন, ‘বাবলু ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তৃণমূলের ভোটে তিনি জয়ী হয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত