Ajker Patrika

টানা বৃষ্টিতে নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৭: ৪২
টানা বৃষ্টিতে নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা

অসময়ের বৃষ্টি চলতি বোরো ধান মৌসুমে বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। এতে চরম হতাশার মধ্যে পড়েছেন সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার বোরো চাষিরা।

এ বছর কয়েক দফা প্রাকৃতিক বিপর্যয়ে আমন মৌসুমে ক্ষতিগ্রস্ত চাষিদের শেষ ভরসা ছিল বোরো ধান। আমনের ক্ষতি পুষিয়ে নিতে বোরো ধানের আবাদের জন্য বীজতলা তৈরি করেছিলেন তাঁরা। তবে দুর্যোগে সেই বীজতলাও নষ্ট হয়ে গেছে। ফলে আবারো স্বপ্ন ভঙ্গ হয়েছে বোরো চাষিদের। বারবার প্রাকৃতিক বিপর্যয়ে বোরো আবাদ নিয়ে চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন এ অঞ্চলের চাষিরা।

জানুয়ারি মাসের শুরু থেকে এলাকায় পুরোদমে বোরো ধানের চারা রোপণের মৌসুম শুরু হয়। গত কয়েক দিনের বৃষ্টিতে বেশির ভাগ বোরো বীজতলার চারা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। দিশেহারা হয়ে পড়েছেন এসব বোরো চাষিরা।

উপজেলার আমতলা ডাঙ্গা গ্রামের হাবিবুর রহমান বলেন, ‘প্রতিকেজি বীজ ধান ৪৪০ থেকে ৪৭০ টাকা দরে কিনতে হয়েছে। এই চড়া মূল্যের বীজ বপন করে যে চারা জন্মেছিল একটানা বৃষ্টিতে সেসব চারা পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। আবার পানি না কমলে নতুন করে বীজতলা তৈরি করা যাচ্ছে না।

জুজখোলা গামের কৃষক হাবিবুর রহমান, রফিকুল সরদার, আমছার আলী, ইনছার আলী বলেন, ‘বোরোর বীজতলা করেও বৃষ্টির কারণে চারা বুনতে পারিনি। নতুন করে বীজতলা তৈরির কাজ করছি।’

তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম জানান, গত কয়েক দিনের বৃষ্টিতে বীজতলার ক্ষতি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। এ ব্যাপারে চাষিদের নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত