Ajker Patrika

জাকাত না দেওয়ার পরিণাম ভয়াবহ

ড. এ এন এম মাসউদুর রহমান
আপডেট : ০৮ মে ২০২২, ১৪: ১৫
জাকাত না দেওয়ার পরিণাম ভয়াবহ

জাকাত ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে তৃতীয়। জাকাতের অর্থ বৃদ্ধি হওয়া ও পবিত্র করা। পরিভাষায়, জীবনযাত্রা নির্বাহের পর কারও কাছে নিসাব পরিমাণ সম্পদ এক বছর অতিক্রম করলে ওই সম্পদ থেকে আড়াই শতাংশ হারে অর্থ আল্লাহর নির্ধারিত খাতে দেওয়াকে জাকাত বলে। যেহেতু জাকাত দিলে দাতার অবশিষ্ট সম্পদ পবিত্র হয় এবং গরিবদের মাধ্যমে অর্থনীতির চাকা ক্রমবৃদ্ধি ঘটে তাই একে জাকাত নামে অভিহিত করা হয়েছে। জাকাত দেওয়া ফরজ। আল্লাহ বলেন, ‘তাদের সম্পদ থেকে জাকাত গ্রহণ করুন। এর মাধ্যমে তাদের আপনি পবিত্র ও পরিশুদ্ধ করবেন।’ (সুরা তাওবা: ১০৩)

স্বর্ণ-রৌপ্য, নগদ টাকা, ব্যবসার সম্পদ, উৎপাদিত শস্য ইত্যাদির জাকাত দেওয়া ফরজ। জাকাত না দেওয়ার পরিণাম খুবই ভয়াবহ। যে সম্পদের কারণে মানুষ দুনিয়ায় অহংকার করে, সেই সম্পদই আখিরাতে হবে জাহান্নামে যাওয়ার প্রধান কারণ। আল্লাহ বলেন, ‘যারা সোনা ও রুপা পুঞ্জীভূত করে, আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না, তুমি তাদের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। যেদিন জাহান্নামের আগুনে তা গরম করা হবে, এরপর তা দিয়ে তাদের কপালে, পার্শ্বে এবং পিঠে সেঁক দেওয়া হবে। (আর বলা হবে) এটা তা-ই যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে, সুতরাং তোমরা যা জমা করেছিলে তার স্বাদ উপভোগ কর। (সুরা তওবা: ৩৪-৩৫)

মহানবী (সা.)-এর ইন্তেকালের পর আবু বকর (রা.) খলিফা নির্বাচিত হলে কিছু লোক জাকাত দিতে অস্বীকার করায় তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন। তিনি বলেন, ‘জাকাত হলো সম্পদের হক, যদি কেউ উটের রশিরও জাকাত না দেয় তবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব।’ (বুখারি)

তাই শাস্তির ভয়াবহতা থেকে রক্ষা ও আল্লাহর নির্দেশ পালনার্থে সঠিক সময়ে জাকাত আদায় করা প্রতিটি ইমানদারের একান্ত কর্তব্য।

ড. এ এন এম মাসউদুর রহমান, সহযোগী অধ্যাপক,ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত