Ajker Patrika

চুলার ধোঁয়া নিয়ে দুই পক্ষের মারপিট, হাসপাতালে ৪ জন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১২: ৩৩
চুলার ধোঁয়া নিয়ে দুই পক্ষের মারপিট, হাসপাতালে ৪ জন

বগুড়ার আদমদীঘিতে রান্নার চুলার ধোয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে । এতে নারী-পুরুষসহ চারজন আহত হয়েছেন। গত শুক্রবার উপজেলার সান্তাহার ইউনিয়নের কাশিমিলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল শনিবারে আদমদীঘি থানায় দুই পক্ষ পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করেছেন।

আহত চারজনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

দুই পক্ষের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহার ইউনিয়নের কাশিমিলা গ্রামের প্রতিবেশী আব্দুর রাজ্জাকের সঙ্গে কয়েক মাস বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল আজিজুর রহমান ও নাজমুলের। এর পরিপ্রেক্ষিতে গত শুক্রবার দুপুরে রান্নার চুলার ধোঁয়া নিয়ে কথা-কাটাকাটি হয় রাজ্জাকের স্ত্রী রুবিনা বেগম ও আজিজুরের স্ত্রী হেলেনা বেগমের। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হট্টগোল থেকে মারপিট শুরু হয়। এতে গুরুতর আহত হন রাজ্জাকের স্ত্রী রুবিনা বেগম, ছেলে ওবাইদুল এবং আজিজুরের স্ত্রী হেলেনা, দেবর নাজমুল হোসেন। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ ঘটনায় আব্দুর রাজ্জাক ও হেলেনা বেগম আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে জানান, ‘কয়েক মাস ধরে আজিজুরের পরিবারের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। গত শুক্রবার তাঁরা আমার ছেলে ও স্ত্রীকে মারধর করেন।’

তবে আজিজুর রহমান বলেন, ‘পূর্বের কোনো জেরে নয়। রাজ্জাক বাড়ির ছাদে রান্নার জন্য একটি চুলা তৈরি করেন। ছাদের নিচে খড়ের পালা ছিল। যে কারণে আগুন লেগে কোনো ক্ষতি না হয় এ জন্য তাঁদের চুলা ওই জায়গা থেকে সরাতে বলা হয়েছে। পরে শুক্রবার দুপুরে চুলা সারানোর পর আমাদের সঙ্গে কথা-কাটাকাটি থেকে একপর্যায়ে মারধর শুরু করে। এ ঘটনায় আমার স্ত্রী ও ভাই আহত হয়েছেন।’

এ বিষয়ে জানতে চাইলে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, দুই পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত