Ajker Patrika

ছিনতাইয়ের শিকার ইতালির নাগরিক, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ছিনতাইয়ের শিকার ইতালির নাগরিক, গ্রেপ্তার ৪

চট্টগ্রামে ইতালির নাগরিকের মোবাইল ফোন, ক্রেডিট কার্ড ও টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার নগরী ও ফটিকছড়ি উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরাফাত মিয়া (২১), মো. রুবেল (২৬), মো. নুরুদ্দীন (৪৫) ও মো. মোমিন (৫০)। 

এর আগে গত মঙ্গলবার রাতে কোতোয়ালি থানার এস এস খালেদ সড়কে কর্ণফুলী টাওয়ারের সামনে ছিনতাইয়ের শিকার হন পঞ্চাশোর্ধ্ব নারী ইতালিয়ান নাগরিক ক্রিস্টিনা জেমা। তিনি চট্টগ্রামের আলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন। 

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, অভিযোগ পেয়ে ঘটনাস্থলসহ আশপাশের এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পুলিশ। ফুটেজ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি অটোরিকশা শনাক্ত করা হয়। পরে ছিনতাই করা মোবাইল, ২২ হাজার টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত