Ajker Patrika

৪৭ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মাঠে লড়বেন ৪০৪ জন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৭: ৫২
৪৭ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার   মাঠে লড়বেন ৪০৪ জন

নোয়াখালীর চাটখিলে পঞ্চম ধাপে ৮ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫ জন, সাধারণ সদস্য পদে ২১ জন ও সংরক্ষিত নারী আসনে ১ জনসহ ৪৭ প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

গতকাল রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তাঁরা এ মনোনয়নপত্র প্রত্যাহার করেন। গত রোববার রাতে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

ফলে এবারের নির্বাচনে মাঠে লড়বেন ৪০৪ প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৬ জন, সাধারণ সদস্য ৩০০ জন, সংরক্ষিত নারী আসনে ৬৮ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।

মনোনয়নপত্র প্রত্যাহার করা প্রার্থীরা হলেন ১ নম্বর শাহাপুর ইউপিতে চেয়ারম্যান পদে শাহাজাদা ইকবাল ও সাধারণ সদস্য পদে আবদুল ওয়াদুদ; রামনারায়নপুরে চেয়ারম্যান পদে গাজী গোলাম মহি উদ্দিন, শাহাদাত হোসেন, মো. শেখ ফরিদ ও সাধারণ সদস্য পদে সিরাজুল ইসলাম, মোহাম্মদ সিরাজুল হক, আবদুর রশিদ; পরকোটে চেয়ারম্যান পদে মো. শাহাজান, মো. মোজাম্মেল হোসেন, টিপু সুলতান পাটোয়ারী, শাহীন, মানিক হোসেন ও সাধারণ সদস্য পদে মো. আবদুর নুর মানিক; বদলকোটে চেয়ারম্যান পদে মো. কাউছার আহম্মদ, মশিউর রহমান, মো. মাইন উদ্দিন অশ্রু, মো. আনোয়ার হোসেন ও সাধারণ সদস্য পদে রাজন ছালেহ, শাহাদাত, মো. সুলতান, মোহাম্মদ ইয়াছিন ও আবদুল গফুর; মোহাম্মদপুরে চেয়ারম্যান পদে মো. জাকির হোসেন, শামছুল আলম ও সাধারণ সদস্য পদে মো. ছানা উল্যা; পাঁচগাঁওয়ে চেয়ারম্যান পদে মোহাম্মদ তাওহীদুল ইসলাম, সৈয়দ আশরাফুর রহমান; হাটপুকুরিয়ায় চেয়ারম্যান পদে সুমন, মো. মহসিন ও সাধারণ সদস্য পদে রুবেল, তোফুরা আক্তার; খিলপাড়াতে চেয়ারম্যান পদে আলমগীর হোসেন ব্যতিত সকলে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এ ছাড়া খিলপাড়া ইউপিতে সাধারণ সদস্য পদে ফজলে রাব্বী, আবদুর রহিম, আবদুর রহিম, তাজুল ইসলাম, লুৎফুর রহমান, শাহাদাত হোসেন, বেলায়েত হোসেন দুলাল, মো. শাহ আলম সেলিম ও সংরক্ষিত নারী আসনে লিপি আক্তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এদিকে চাটখিল উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৮ নম্বর নোয়াখলা ইউপির নির্বাচন উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। এ ছাড়া ৩৬ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৯ নম্বর খিলপাড়া ইউপির চেয়ারম্যান পদে আলমগীর হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এখন চেয়ারম্যান পদে ৭টি ইউনিয়নের ৩৫ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে সাহাপুর ইউপিতে ৪ জন, রামনারায়নপুরে ৪ জন, পরকোটে ৬ জন, বদলকোটে ৭ জন, মোহাম্মদপুরে ৫ জন, পাঁচগাঁওয়ে ৬ জন, হাটপুকুরিয়া ঘাটলাবাগে ৩ জন, খিলপাড়ায় ১ জন (আলমগীর হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) নির্বাচন করবেন।

এ ছাড়া সাধারণ সদস্য পদে ৮ ইউপির ৮১টি ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী রয়েছেন ৩০০ জন। সংরক্ষিত ২৪টি ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী রয়েছেন ৬৮ জন। এর মধ্যে মোহাম্মদপুর ইউপিতে সাধারণ সদস্য পদে ৬ নম্বর ওয়ার্ড থেকে শামসুল হুদা ও ৭ নম্বর ওয়ার্ড থেকে মো. জাফর ইসলাম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বদলকোট ইউপির ৯ নম্বর ওয়ার্ডের মো. খোরশেদ আলম ও খিলপাড়া ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য মমতাজ বেগম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত