তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে জনপ্রিয় হয়ে উঠছে পারিবারিক সবজি-পুষ্টি বাগান। কৃষি মন্ত্রণালয় নির্দেশনা অনুযায়ী কৃষিজমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে বসতবাড়ির আঙিনাসহ পতিত জমিতে তৈরি করা হয়েছে পারিবারিক সবজি-পুষ্টি বাগান। ‘মুজিব শতবর্ষ’ উপলক্ষে বিনা মূল্যের বীজ পেয়ে সব কৃষকই বাড়ির আঙিনা ও আশপাশের এলাকায় বাগান করে লাভবান হচ্ছেন।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নে অর্ধশতাধিক কৃষককে প্রতি দেড় শতক জমির জন্য ১৭ রকমের বীজ ও ফলজ বৃক্ষ চারা দেওয়া হয়েছে। এর মধ্যে লাল শাক, পালং শাক, ঢ্যাঁড়স, শিম, কলমি, পুঁইশাক, লাউ, মিষ্টি কুমড়া, করলা, বরবটি, ডাঁটা, ঝিঙে, পটল, ধুন্দুল, বেগুন, মুলা শসা ইত্যাদি রয়েছে। এ ছাড়া প্রত্যকে কৃষককে সবজি বাগানে চাহিদা অনুযায়ী সার, কীটনাশক ও বাগান রক্ষণাবেক্ষণের জন্য উপকরণ দেওয়া হয়েছে।
তাড়াশ পৌর এলাকার কৃষক মো. ওমর ফারুক বলেন, ‘বাড়ির আঙিনা পতিত থাকে তাই কৃষি অফিসের পরামর্শ ও তাদের সহযোগিতায় বাড়ির আঙিনায় দেড় শতক জায়গায় বেড-এর মাধ্যমে বীজ বপন করা হয়েছিল। বর্তমানে ওই সবজি বাগান থেকে সবজি তোলা শুরু হয়েছে। এতে আমার পরিবারের চাহিদা মিটিয়ে বিক্রিও করছি।’
উপজেলার দেশি গ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামের কৃষক কামরুল ইসলাম জানান, তাঁর বাড়ির সামনে দেড় শতক পতিত জমি ছিল। কৃষি অফিসের সহায়তায় সেখানে বেড করে সবজি চাষ করেছেন। তিনি নিজেই এর পরিচর্যা করেন। নিজের বাড়ির আঙিনায় এমন সবজি বাগান করে তিনি লাভবান হয়েছেন।
তালম ইউনিয়নের তালম গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, ‘আমার বাড়ির আঙিনায় পতিত জমিতে বেড করে সবজি চাষ করেছি। বেশ কিছুদিন ধরে বাজার থেকে আমাকে শাক-সবজি কিনতে হয় না। সবজি বাগান থেকেই আমার পরিবারের চাহিদা মিটছে।’
এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফন্নাহার লুনা বলেন, ‘মুজিব শতবর্ষ উপলক্ষে কৃষি মন্ত্রণালয় বাড়ির আঙিনায় পতিত জমিতে এ সবজি-পুষ্টি বাগান করার পরিকল্পনা নিয়েছে। প্রাথমিক পর্যায়ে উপজেলার ৫১ জন কৃষকের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আর ওই সবজি বাগান থেকে ওই পরিবারগুলোর পুষ্টির চাহিদা পূরণ হবে।
তিনি আরও বলেন, মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা নিয়মিত সবজি বাগানগুলো তদারকি করছেন। পাশাপাশি নতুন নতুন কৃষকদের বাড়ির আঙিনায়ও পতিত জমিতে সবজি চাষে উদ্বুদ্ধ করছেন।
সিরাজগঞ্জের তাড়াশে জনপ্রিয় হয়ে উঠছে পারিবারিক সবজি-পুষ্টি বাগান। কৃষি মন্ত্রণালয় নির্দেশনা অনুযায়ী কৃষিজমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে বসতবাড়ির আঙিনাসহ পতিত জমিতে তৈরি করা হয়েছে পারিবারিক সবজি-পুষ্টি বাগান। ‘মুজিব শতবর্ষ’ উপলক্ষে বিনা মূল্যের বীজ পেয়ে সব কৃষকই বাড়ির আঙিনা ও আশপাশের এলাকায় বাগান করে লাভবান হচ্ছেন।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নে অর্ধশতাধিক কৃষককে প্রতি দেড় শতক জমির জন্য ১৭ রকমের বীজ ও ফলজ বৃক্ষ চারা দেওয়া হয়েছে। এর মধ্যে লাল শাক, পালং শাক, ঢ্যাঁড়স, শিম, কলমি, পুঁইশাক, লাউ, মিষ্টি কুমড়া, করলা, বরবটি, ডাঁটা, ঝিঙে, পটল, ধুন্দুল, বেগুন, মুলা শসা ইত্যাদি রয়েছে। এ ছাড়া প্রত্যকে কৃষককে সবজি বাগানে চাহিদা অনুযায়ী সার, কীটনাশক ও বাগান রক্ষণাবেক্ষণের জন্য উপকরণ দেওয়া হয়েছে।
তাড়াশ পৌর এলাকার কৃষক মো. ওমর ফারুক বলেন, ‘বাড়ির আঙিনা পতিত থাকে তাই কৃষি অফিসের পরামর্শ ও তাদের সহযোগিতায় বাড়ির আঙিনায় দেড় শতক জায়গায় বেড-এর মাধ্যমে বীজ বপন করা হয়েছিল। বর্তমানে ওই সবজি বাগান থেকে সবজি তোলা শুরু হয়েছে। এতে আমার পরিবারের চাহিদা মিটিয়ে বিক্রিও করছি।’
উপজেলার দেশি গ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামের কৃষক কামরুল ইসলাম জানান, তাঁর বাড়ির সামনে দেড় শতক পতিত জমি ছিল। কৃষি অফিসের সহায়তায় সেখানে বেড করে সবজি চাষ করেছেন। তিনি নিজেই এর পরিচর্যা করেন। নিজের বাড়ির আঙিনায় এমন সবজি বাগান করে তিনি লাভবান হয়েছেন।
তালম ইউনিয়নের তালম গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, ‘আমার বাড়ির আঙিনায় পতিত জমিতে বেড করে সবজি চাষ করেছি। বেশ কিছুদিন ধরে বাজার থেকে আমাকে শাক-সবজি কিনতে হয় না। সবজি বাগান থেকেই আমার পরিবারের চাহিদা মিটছে।’
এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফন্নাহার লুনা বলেন, ‘মুজিব শতবর্ষ উপলক্ষে কৃষি মন্ত্রণালয় বাড়ির আঙিনায় পতিত জমিতে এ সবজি-পুষ্টি বাগান করার পরিকল্পনা নিয়েছে। প্রাথমিক পর্যায়ে উপজেলার ৫১ জন কৃষকের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আর ওই সবজি বাগান থেকে ওই পরিবারগুলোর পুষ্টির চাহিদা পূরণ হবে।
তিনি আরও বলেন, মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা নিয়মিত সবজি বাগানগুলো তদারকি করছেন। পাশাপাশি নতুন নতুন কৃষকদের বাড়ির আঙিনায়ও পতিত জমিতে সবজি চাষে উদ্বুদ্ধ করছেন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫