Ajker Patrika

দুই উপজেলায় প্রচার তুঙ্গে

প্রতিনিধি হালুয়াঘাট
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৭: ৩৯
দুই উপজেলায় প্রচার তুঙ্গে

হালুয়াঘাট উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। গত সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ। এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর সমর্থকেরা উল্লাস, মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করে।

উপজেলায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীক পেয়েছেন ১ নম্বর ভূবনকুড়া ইউপিতে এম সুরুজ মিয়া, ২ নম্বর জুগলী ইউপিতে মোহাম্মদ ছামাদুল ইসলাম, ৫ নম্বর গাজিরভিটা ইউপিতে মো. আবদুল মান্নান, ৬ নম্বর বিলডোরা ইউপিতে মো. জাহাঙ্গীর হোসেন।

এ ছাড়া ৭ নম্বর শাকুয়াই ইউপিতে মো. সাহেদ আলী, ৮ নম্বর নড়াইল ইউপিতে মো. সাইফুল ইসলাম, ৯ নম্বর ধারা ইউপিতে মো. তোফায়েল আহমেদ, ১০ নম্বর ধুরাইল ইউপিতে মো. ওয়ারিছ উদ্দিন (সুমন), ১১ নম্বর আমতৈল ইউপিতে মো. আককাছ আলী ও ১২ নম্বর স্বদেশী ইউপিতে মো. খোরশেদ আলী।

হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর উপজেলার ১০টি ইউনিয়নের ৪৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেন। এর মধ্য থেকে মনোনয়ন বোর্ড ১০ প্রার্থীকে মনোনয়ন দিয়ে নাম ঘোষণা করে।

দলীয় সূত্রে আরও জানা গেছে, এবারের নির্বাচনে দশটি ইউনিয়নের মধ্যে জুগলী, গাজিরভিটা ও স্বদেশী ইউনিয়নে নতুনেরা স্থান পেয়েছে। এ ছাড়া পাঁচ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এবং গত নির্বাচনের পরাজিত দুই প্রার্থীকে দলীয় মনোনয়নে বহাল রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত