Ajker Patrika

ঘূর্ণিঝড়ে ট্রেনের শিডিউল বিপর্যয়, যাত্রী দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
Thumbnail image

সপরিবারে ঢাকা যেতে বনলতা এক্সপ্রেসের টিকিট কেটেছিলেন রাজশাহীর সারোয়ার মুর্শেদ। গতকাল মঙ্গলবার সকালে রাজশাহী রেলওয়ে স্টেশনে এসে দেখেন, ট্রেন নেই।

এক ঘণ্টা অপেক্ষার পর সারোয়ার জানতে পারেন, বনলতা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। অনেক কষ্টে বাসের টিকিট সংগ্রহ করে পরিবার নিয়ে ঢাকায় ফেরেন সারোয়ার। রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটের অনেক যাত্রীকে এভাবে দুর্ভোগ পোহাতে হয়েছে ট্রেনের শিডিউল বিপর্যয়ে।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গত সোমবার রাত থেকে এই রুটের বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে। এই কারণে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা ও ঢাকা-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটের বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করতে হয়েছে। ট্রেন দুটির প্রায় ১ হাজার ৯০০ যাত্রীকে টিকিটের টাকা ফেরত দিচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এদিকে শিডিউল বিপর্যয় হওয়ায় চার ঘণ্টার বেশি দেরিতে ছেড়েছে রাজশাহী-ঢাকা রুটের সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনের যাত্রীরাও প্ল্যাটফর্মে ঘণ্টার পর ঘণ্টা চরম 
দুর্ভোগ পোহান।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম জানান, সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহী ফিরছিল সিল্কসিটি এক্সপ্রেস। ঘূর্ণিঝড়ের কারণে জয়দেবপুরে ট্রেনের ইঞ্জিনের সামনে একটি গাছ পড়ে যায়। এতে ট্রেনের সামনের ক্যাটল কার বসে যায়। এর ফলে ইঞ্জিন কোনো দিকেই যাচ্ছিল না। এই ট্রেনটিই ভোরে রাজশাহী এসে সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকা যাওয়ার কথা ছিল। কিন্তু ট্রেনটি রাজশাহী আসে গতকাল সকাল ১০টায়। ফলে ট্রেনটি নির্ধারিত সময়ে ফিরতে পারেনি। বেলা ১১টা ১৫ মিনিটে ট্রেনটি রাজশাহী ছাড়ে।

এদিকে রেললাইনে সমস্যার কারণে গতকাল সকালে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটের বনলতা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যেতে পারেনি। এই ট্রেনটি ঢাকায় গিয়ে আবার বেলা ১টা ৪৫ মিনিটে একই নামে চাঁপাইনবাবগঞ্জে আসে। ট্রেনটি ঢাকায় যেতে না পারার কারণে ফিরেও আসতে পারেননি বনলতার যাত্রীরা। হঠাৎ ট্রেন বাতিল হওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েন।

ঢাকা থেকে বনলতা এক্সপ্রেসে রাজশাহী ফেরার কথা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রায়হান ইসলামের। এ জন্য অনলাইনে টিকিটও কেটে রেখেছিলেন। রায়হান জানান, ট্রেনের যাত্রা বাতিল হওয়ায় তিনি চরম দুর্ভোগে পড়েন। তাঁকে বাসে করে রাজশাহী ফিরতে হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, বনলতার দুই রুটের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে। এখন আর লাইনে কোনো সমস্যা নেই। এখন নির্ধারিত সময়েই ট্রেন চলাচল করবে বলেও জানান পশ্চিম রেলের শীর্ষ এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত