সম্পাদকীয়
‘সাগরিকা’ নামে যে সিনেমাটিতে অনবদ্য অভিনয় করেছিলেন উত্তমকুমার ও সুচিত্রা সেন, সেই সিনেমায় রয়েছে একটি গান। ‘আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর আর তের নদীর পারে’। গানটি লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার, সুর করেছিলেন রবীন চ্যাটার্জি।
আর গেয়েছিলেন শ্যামল মিত্র। সেটাই ছিল চলচ্চিত্রে শ্যামল মিত্রের প্রথম গাওয়া একক গান। গানটি শ্যামল মিত্রের গাওয়াই হতো না, কারণ এমন একটা বাজিতে তিনি হেরেছিলেন, যে বাজির শর্ত ছিল হেরে গেলে তাঁকে ছবিতে একক গান করার সুযোগ দেওয়া হবে না।
সুচিত্রা-উত্তম দুজনই আন্তরিক ছিলেন ‘সাগরিকা’য় অভিনয়ের ব্যাপারে। এ ছবিতে অভিনয় করে উত্তমকুমার পেয়েছিলেন দুই হাজার টাকা। সুচিত্রা সেন পেয়েছিলেন তিন হাজার টাকা। এতে তাঁদের দুজনের কেউই আপত্তি করেননি। সে সময় নায়িকারা নায়কদের তুলনায় বেশি টাকা পেতেন। ১৯৫৬ সালের ২ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পায়। সাগরিকার প্রথম শোর সময় দর্শকেরা যখন শেষ দৃশ্য পর্যন্ত বসে থাকলেন, তখন পরিচালক সরোজ দে (অগ্রগামীর তিনজনের একজন) বুঝলেন, ছবিটি দর্শকেরা গ্রহণ করেছেন। হল থেকে বেরিয়ে আবার দেখার জন্য অনেকেই টিকিট কাটছেন। এই সিনেমা হলে ছবিটি চলেছিল একটানা ২৪ সপ্তাহ!
ফেরা যাক শ্যামল মিত্রের কথায়। সিঁথির মোড়ে এমপি স্টুডিওতে তখন শ্যামল মিত্র প্রায়ই আসতেন। সরোজ দে আর শ্যামল মিত্র দুজনই খুব ভালো ব্যাডমিন্টন খেলতেন। সরোজ দে ছবি করবেন শুনে শ্যামল মিত্র তাঁকে বললেন, সেই ছবিতে তিনি যেন একটু সুযোগ পান। সরোজ দে শর্ত দিলেন শ্যামলকে, ‘আমাকে ব্যাডমিন্টনে হারাতে পারলে সুযোগ মিলবে।’
সাংঘাতিক খেলা হলো। তাতে হারলেন শ্যামল মিত্র। ফলে একক গান গাইতে পারবেন না ভেবে খুব মন খারাপ হলো তাঁর। সেটা দেখে সরোজ দে কিন্তু শ্যামলকে সুযোগ তৈরি করে দিয়েছিলেন। তাতেই এই গানে অমর হয়ে রইলেন শ্যামল মিত্র।
সূত্র: আশিসতরু মুখোপাধ্যায়, মহানায়িকা সুচিত্রা, পৃষ্ঠা ৩৪-৩৭
‘সাগরিকা’ নামে যে সিনেমাটিতে অনবদ্য অভিনয় করেছিলেন উত্তমকুমার ও সুচিত্রা সেন, সেই সিনেমায় রয়েছে একটি গান। ‘আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর আর তের নদীর পারে’। গানটি লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার, সুর করেছিলেন রবীন চ্যাটার্জি।
আর গেয়েছিলেন শ্যামল মিত্র। সেটাই ছিল চলচ্চিত্রে শ্যামল মিত্রের প্রথম গাওয়া একক গান। গানটি শ্যামল মিত্রের গাওয়াই হতো না, কারণ এমন একটা বাজিতে তিনি হেরেছিলেন, যে বাজির শর্ত ছিল হেরে গেলে তাঁকে ছবিতে একক গান করার সুযোগ দেওয়া হবে না।
সুচিত্রা-উত্তম দুজনই আন্তরিক ছিলেন ‘সাগরিকা’য় অভিনয়ের ব্যাপারে। এ ছবিতে অভিনয় করে উত্তমকুমার পেয়েছিলেন দুই হাজার টাকা। সুচিত্রা সেন পেয়েছিলেন তিন হাজার টাকা। এতে তাঁদের দুজনের কেউই আপত্তি করেননি। সে সময় নায়িকারা নায়কদের তুলনায় বেশি টাকা পেতেন। ১৯৫৬ সালের ২ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পায়। সাগরিকার প্রথম শোর সময় দর্শকেরা যখন শেষ দৃশ্য পর্যন্ত বসে থাকলেন, তখন পরিচালক সরোজ দে (অগ্রগামীর তিনজনের একজন) বুঝলেন, ছবিটি দর্শকেরা গ্রহণ করেছেন। হল থেকে বেরিয়ে আবার দেখার জন্য অনেকেই টিকিট কাটছেন। এই সিনেমা হলে ছবিটি চলেছিল একটানা ২৪ সপ্তাহ!
ফেরা যাক শ্যামল মিত্রের কথায়। সিঁথির মোড়ে এমপি স্টুডিওতে তখন শ্যামল মিত্র প্রায়ই আসতেন। সরোজ দে আর শ্যামল মিত্র দুজনই খুব ভালো ব্যাডমিন্টন খেলতেন। সরোজ দে ছবি করবেন শুনে শ্যামল মিত্র তাঁকে বললেন, সেই ছবিতে তিনি যেন একটু সুযোগ পান। সরোজ দে শর্ত দিলেন শ্যামলকে, ‘আমাকে ব্যাডমিন্টনে হারাতে পারলে সুযোগ মিলবে।’
সাংঘাতিক খেলা হলো। তাতে হারলেন শ্যামল মিত্র। ফলে একক গান গাইতে পারবেন না ভেবে খুব মন খারাপ হলো তাঁর। সেটা দেখে সরোজ দে কিন্তু শ্যামলকে সুযোগ তৈরি করে দিয়েছিলেন। তাতেই এই গানে অমর হয়ে রইলেন শ্যামল মিত্র।
সূত্র: আশিসতরু মুখোপাধ্যায়, মহানায়িকা সুচিত্রা, পৃষ্ঠা ৩৪-৩৭
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫