Ajker Patrika

৪৪ বড় পদে অনুগতদের বসাল তালেবান

রয়টার্স, কাবুল
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৩: ৪২
৪৪ বড় পদে অনুগতদের বসাল তালেবান

আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি তালেবান। এবার পুরো দেশের নিয়ন্ত্রণ নিতে বিভিন্ন প্রদেশের গুরুত্বপূর্ণ পদগুলোয় অনুগতদের নিয়োগ দিয়েছে তারা। গত রোববার প্রাদেশিক গভর্নর ও পুলিশপ্রধানসহ ৪৪টি পদে নিয়োগ দিয়েছে তালেবান সরকার। এর মধ্য দিয়ে গত সেপ্টেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই প্রথম এত বেশিসংখ্যক নিয়োগ দেওয়া হলো।

প্রকাশিত নামের তালিকা থেকে দেখা যায়, কাবুলের নতুন গভর্নর হয়েছেন কারি বারইয়াল এবং পুলিশপ্রধানের দায়িত্ব পেয়েছেন ওয়ালি জান হামজা। এর আগে কাবুলের নিরাপত্তা কমান্ডার ছিলেন মৌলবি হামদুল্লাহ মুখলিস। চলতি মাসেই কাবুলের একটি হাসপাতালে ভয়াবহ বোমা হামলায় নিহত হন তিনি। নতুন নিয়োগের পর নিরাপত্তা পরিস্থিতি আরও ভালো হবে বলে আশা প্রকাশ করেছে তালেবান সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত