Ajker Patrika

কালাইয়ে মাদকসহ দম্পতি গ্রেপ্তার

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৪: ২৫
কালাইয়ে মাদকসহ দম্পতি গ্রেপ্তার

জয়পুরহাটের কালাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫০টি ইয়াবা বড়ি ও ৪ গ্রাম হেরোইনসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে কালাই থানা-পুলিশ। গত শনিবার রাত ৩টার তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন জয়পুরহাটের কালাই উপজেলার একডালা গ্রামের আনোয়ার হোসেন (৪১) ও তাঁর স্ত্রী তানজিলা বেগম (৩৭)।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের একডালা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। সে সময় তানজিলা বেগমের বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।

এ সময় তাঁদের কাছে থেকে ৫০টি ইয়াবা বড়ি ও ৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক। তিনি জানান, তাঁরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোটের ভোটেও দলীয় প্রতীক: বিএনপির আপত্তি যে কারণে, এনসিপির উদ্বেগ

চীনা কর্মকাণ্ডের ঝুঁকি ‘সুস্পষ্টভাবে’ বাংলাদেশ সরকার ও সামরিক বাহিনীর কাছে তুলে ধরব: ব্রেন্ট ক্রিস্টেনসেন

বড়াইগ্রামের একটি গুদামে ১৩ টন গুলির খোসা নিয়ে চাঞ্চল্য

মায়ের সঙ্গে ঝগড়ার জেরে বাবার হাতে খুন হলো নিষ্পাপ দুই শিশু

আবারও পুরান ঢাকায় প্রেমিকার বাসার সিঁড়িতে প্রেমিকের লাশ

এলাকার খবর
Loading...