Ajker Patrika

সেতুতে ফাটল, চলাচলে ঝুঁকি

রূপসা প্রতিনিধি
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৪১
সেতুতে ফাটল, চলাচলে ঝুঁকি

রূপসার ঘাটভোগ ইউনিয়ন সংলগ্ন আঠারোবেকি নদীর ওপর নির্মিত আলাইপুর সেতুর ৩-৪টি সংযোগস্থলে ফাটল দেখা দিয়েছে। ফাটল দেখা দেওয়ার দীর্ঘদিন পার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেতুটি সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি। ফলে ঝুঁকি নিয়েই চলাচল করছে বাস-ট্রাকসহ উপজেলার হাজারো মানুষ। এতে যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিনে ঘুরে এবং স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা গেছে, ২০১০ সালে ৭ কোটি ৪০ লাখ টাকা ব্যয় করে মেসার্স ইসলাম ট্রেডার্স এ সেতুটি নির্মাণ করে। ২১০ মিটার দৈর্ঘ্য এবং ৫.৫ মিটার প্রস্থ বিশিষ্ট এ সেতুটি সে সময় তাড়াহুড়ো করে নির্মাণ করা হয়। ফলে ১১ বছর পার হতে না হতেই উক্ত সেতুর ৩-৪টি সংযোগ স্থানে ফাটল দেখা দিয়েছে। বর্তমানে সেতুটির মাঝখানের দিকে সংযোগস্থলের প্লেট ভেঙে বড় বড় ফাটলের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, এ সেতু দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও শত শত যানবাহন খুলনা, নড়াইল, তেরখাদাসহ বিভিন্ন অঞ্চলে স্বল্পসময়ে যাতায়াত করে। এমনকি রূপসার উপজেলা থেকে আইচগাতী ও শ্রীফলতলা ইউনিয়নে যাওয়ার একমাত্র উপায় এ সেতু।

তা ছাড়া এ সেতু দিয়ে যাতায়াত করে থাকে ভ্যানগাড়ি, সিএনজিসহ অতিরিক্ত ওভার লোডিং পণ্যবাহী ট্রাক। কিন্তু সেতুটির বর্তমান অবস্থা এত শোচনীয় যে, এর ওপর দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে।

এ ব্যাপারে আইচগাতী ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল বলেন, উপজেলায় বিভিন্ন সময়ে কাজে আসতে হয় উক্ত সেতু পার হয়ে। সেতুর ফাটল প্রায় ১ বছর অতিবাহিত হলেও কর্তৃপক্ষ মেরামত না করায় তিনি তীব্র ক্ষোভ ও অসন্তোষ ব্যক্ত করেন।

এ ব্যাপারে ঘাটভোগ ইউনিয়ন চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান বলেন, এ সেতুটি আমার ইউনিয়ন পরিষদ সংলগ্ন। কয়েক মাস আগে যে ঝুঁকিতে ছিল। বর্তমানে তাঁর চেয়ে অধিক ঝুঁকিতে রয়েছে সেতুটি। যে পরিমাণ ভারী যানবাহন চলাচল করছে তাতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা দেখা দিতে পারে। সেতুটি একেবারে ভেঙে পড়লে স্থানীয় জনসাধারণসহ ব্যবসায়ীরা বড় ধরনের সমস্যা পড়বেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান বলেন, সেতুটি সংস্কার করার জন্য ঢাকা এলজিইডি অফিসে প্রায় ৭০ লাখ টাকা ব্যয় সাপেক্ষে স্টিমেট করে একটি প্রকল্প পাঠানো হয়েছে। প্রকল্পটি পাশ হয়ে আসলে দ্রুতই সেতুটির কাজ সম্পন্ন হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত