Ajker Patrika

সমবায় সমিতির আড়ালে চলছে সুদের ব্যবসা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৭: ০৮
সমবায় সমিতির আড়ালে চলছে সুদের ব্যবসা

নেছারাবাদ উপজেলায় সমবায় সমিতির নামে আইন বহির্ভূতভাবে ঋণ দিয়ে কিস্তি আদায়ের মাধ্যমে চলছে রমরমা সুদের ব্যবসা। শতকরা ২০–৩০ টাকা পর্যন্ত সুদ আদায়সহ বার্ষিক মেয়াদের পরিবর্তে মাসিক মেয়াদে সুদাসল আদায় করা হচ্ছে।

স্থানীয় গ্রাহকেরা এসব সমিতির খপ্পরে পড়ে অতিরিক্ত সুদ দিয়ে দিশেহারা হয়ে পড়ছেন। এসব সমিতির খপ্পরে পড়ে বিশেষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা। সমবায় সমিতির নামে এসব এনজিওর খপ্পরে পড়ে স্বল্প সময়ের ঋণ পরিশোধের ফলে পুঁজি হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়ছেন অনেকে।

দেখা গেছে, সমবায়ের লাইসেন্স নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাটবাজারে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য এনজিও। তাঁরা মেয়াদি আমানতসহ চড়া সুদে তাঁদের সমিতির বাইরেও বিভিন্ন লোককে দিচ্ছেন ঋণ। খালি চেকে স্বাক্ষর রেখে তাঁদের ঋণ দেওয়ার ঘটনা এ উপজেলায় খোলামেলা।

অভিযোগ রয়েছে সমবায়ের আদলে গড়ে ওঠা এসব এনজিওগুলো সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের ম্যানেজ করে সমিতি চালাচ্ছেন।

কামারকাঠি মোল্লাবাড়ী বাজারে সমবায়ের লাইসেন্স নিয়ে লাখপতি অফারের ব্যানার টানিয়ে প্রলোভন দেখিয়ে পাঁচ বছর, সাত বছর, দশ বছর মেয়াদি আমানত সংগ্রহ করছেন সজল নামে এক সুদি কারবারি। ভুক্তভোগীদের অভিযোগ, সজল লাখপতি অফার দিয়ে গ্রামের সাধারণ মানুষদের কাছ থেকে মেয়াদি আমানত সংগ্রহ করে ডিপিএস করাচ্ছেন। তাঁর সমিতির ডিপিএস করা কোনো সদস্য বিপদে পড়ে তাঁর কাছে ঋণ চাইলে চড়া সুদের বিনিময়ে তা দিচ্ছেন। যদি কোনো সদস্য পর পর ২–৩ কিস্তি দিতে ব্যর্থ হন, তাহলে নানান প্যাঁচ দেখিয়ে তাঁর ডিপিএস কেটে দিচ্ছেন।

দেখা গেছে, উপজেলার জলাবাড়ী বাজারের সামনে নানান মনোহারী স্লোগান দিয়ে অফিস খুলে সুদের ব্যবসা চালাচ্ছে ন্যাশনাল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি।

সমেদয়কাঠি ইউনিয়নের রিপন মাঝি (৩৮) অভিযোগ করেন, তিনি এলাকার ন্যাশনাল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির মালিক সঞ্জু ঘোষের কাছ থেকে ৭ হাজার টাকা সুদে এনে জাল কেনেন। এর জন্য তাঁকে প্রতি মাসে ৭০০ টাকা করে সুদ পরিশোধ করেন, আট মাস পর্যন্ত। দুই মাস তাঁকে কোনো সুদ দিতে না পারায় জোর করে একটা বইয়ে টিপসই নিয়ে তাতে ২০ হাজার টাকা ঋণ হিসেবে লিখে নেন।

উপজেলা সমবায় কর্মকর্তা কামরুল হাসান এ বিষয়ে বলেন, ‘সমবায়ের নামে যারা প্রলোভন দেখিয়ে ব্যাংকিং স্টাইলে সমবায় সমিতি চালাচ্ছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত