Ajker Patrika

রকিবুল ও সাকিবকে নিয়ে ছবি বানাতে চান সৃজিত

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ০৯: ৪৭
রকিবুল ও সাকিবকে নিয়ে   ছবি বানাতে চান সৃজিত

বাংলাদেশের দুই খ্যাতিমান ক্রিকেটারকে নিয়ে ছবি বানাতে চান কলকাতার সৃজিত মুখার্জি। এই দুই ক্রিকেটার হলেন রকিবুল হাসান ও সাকিব আল হাসান। গতকাল বুধবার মিরপুর স্টেডিয়ামে চলা বাংলাদেশ ও পাকিস্তানের টেস্ট ম্যাচ দেখতে গিয়ে নিজের ইচ্ছের কথা জানালেন এই নির্মাতা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী অভিনেত্রী মিথিলা।

বিবাহবার্ষিকী পালন করতে ‘শ্বশুরবাড়ি’ বাংলাদেশে এসেছেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। সেই ফাঁকে ক্রিকেটের পাঁড় ভক্ত সৃজিত গিয়েছিলেন বাংলাদেশ-পাকিস্তানের টেস্ট ম্যাচ দেখতে। বাংলাদেশের কোনো স্টেডিয়ামে এই প্রথম খেলা দেখলেন তিনি।

সাকিব প্রসঙ্গে তিনি বলেন, ‘সাকিবকে নিয়ে তোমাদের এখানে কেউ বায়োপিক করবে না? আমার না খুব ইচ্ছে আছে সাকিবকে নিয়ে একটা বায়োপিক করব।’ সৃজিত যোগ করলেন, ‘শুধু সাকিব না, সাবেক ক্রিকেটার রকিবুল হাসানকে নিয়েও ছবি বানাতে চাই। রকিবুল হাসান ছবির জন্য দুর্দান্ত ক্যারেক্টার। কারণ, যখন বাংলাদেশ স্বাধীন হয়নি তখন তিনি নিজ দেশের নেতার উদ্দেশে (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) কটু কথা বলায় পাকিস্তানি খেলোয়াড়কে শায়েস্তা করতেও দ্বিধা করেননি। আবার সবাই যখন পাকিস্তানের (অবিভক্ত) স্টিকার (তলোয়ার ও তারা) নিয়ে ব্যাট করতে নেমেছেন, তখন রকিবুল সেটা তুলে ফেলে ‘জয় বাংলা’ স্টিকার লাগিয়ে মাঠে নেমেছিলেন। ওনার যে সাহসিকতা ও অবদান তার জন্য অবশ্যই তাঁকে নিয়ে ছবি হওয়া উচিত।’

পপশিল্পী আজম খানকে নিয়েও ছবি বানাতে চেয়েছিলেন সৃজিত। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আজম খানকে নিয়ে কাজ করার আমার খুব ইচ্ছে ছিল। আজম খানেরও তো ক্রিকেটের সঙ্গে যোগাযোগ আছে। উনিও ক্রিকেট খেলতেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত