Ajker Patrika

ব্রাহ্মণপাড়ায় অক্টোবরে ৫৬ জন গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৭: ২২
ব্রাহ্মণপাড়ায় অক্টোবরে ৫৬ জন গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গত অক্টোবরে ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২১টি মামলায় ২২ জন ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় আনুমানিক ১৫ লাখ ৪৩ হাজার টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ, ডিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব জব্দ করেন। এ ছাড়া থানা-পুলিশ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিসহ ৩৪ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসে উপজেলার সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন এলাকায় থানা-পুলিশ, ডিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবি সদস্যরা বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে ২২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে জেল–হাজতে পাঠিয়েছেন। এ সময় তাঁদের কাছ থেকে ৫৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৪৪৬ বোতল ফেনসিডিল, ২৪৪২টি ইয়াবা বড়ি, ৬৩ বোতল স্ক্যাফ সিরাপ ও বিদেশি ২৩ বোতল মদ জব্দ করেছেন। যার বাজার মূল্য ১৫ লাখ ৪৩ হাজার টাকা।

এ ছাড়া পুলিশ মাদকসহ বিভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ৫ জন, পরোয়ানাভুক্ত ২১ জন ও নিয়মিত মামলায় আরও ৮ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহার বলেন, এ অভিযান আরও কঠোরভাবে পরিচালনা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই-অগাস্টে বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি: চিফ প্রসিকিউটর

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত