Ajker Patrika

ক্যালেন্ডারের পাতা

ফারহীমা ফারুক তূর্ণা
আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৩: ৩৭
ক্যালেন্ডারের পাতা

বছর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ক্যালেন্ডার ছুড়ে ফেলে দেওয়ার কোনো মানে নেই। পুরোনো ক্যালেন্ডারের পাতা দিয়ে অনেক কিছু বানিয়ে ফেলা যায়। তবে তার জন্য প্রয়োজন কিছু কৌশল।

বই-খাতার মলাট: ক্যালেন্ডারের পাতা দিয়ে সহজে বই ও খাতার মলাট করে নিতে পারেন। এ ছাড়া পুরোনো বইয়ের মলাট নষ্ট হয়ে গেলে সেগুলো ক্যালেন্ডারের মোটা পাতা দিয়ে মুড়ে নিতে পারেন।

খাম: পুরোনো ক্যালেন্ডারের পাতা দিয়ে খাম তৈরি করা যায়। আসছে নববর্ষ বা ঈদে নিজ হাতে বানানো খামে চিঠি ভরে পাঠিয়ে দিতে পারেন কোনো বন্ধুকে। খাম বানানোর কিছু সহজ টিউটোরিয়াল ইউটিউবে আছে। সেগুলো দেখেও বানিয়ে ফেলতে পারেন।

উপহারের ব্যাগ: পুরোনো হয়ে যাওয়া ক্যালেন্ডারের পাতা দিয়ে উপহারের ব্যাগ বানানো যায় খুব সহজে। ইউটিউব টিউটোরিয়াল খুঁজলেই পাওয়া যাবে তার নির্মাণকৌশল। শুধু লাগবে কাঁচি, গ্লু আর রিবন।

গ্যালারি ওয়াল: পুরোনো ক্যালেন্ডারে ব্যবহার করা সুন্দর ছবিগুলো কেটে রাখুন। এরপর কার্ডবোর্ড দিয়ে ফ্রেম বানিয়ে রং করে তার ভেতর এই ছবিগুলো গ্লু দিয়ে লাগিয়ে নিন। তারপর ঘরের এক পাশের দেয়ালে সেঁটে দিন। ঘরের চেহারা পাল্টে যাবে।

সূত্র: রিমডেল হলিক, ছবি: মিন্টেড

অনুবাদ: ফারহীমা ফারুক তূর্ণা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত