Ajker Patrika

সড়ক-ফুটপাত দখলে, যানজটে ভোগান্তি মানুষের

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৩: ৩৬
সড়ক-ফুটপাত দখলে, যানজটে ভোগান্তি মানুষের

কুড়িগ্রামের চিলমারীর থানাহাট বাজার এলাকার ফুটপাত ও সড়ক দখল করে গড়ে উঠেছে দোকান পাট। সংকীর্ণ ফুটপাতে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। যানজট লেগেই থাকে সড়কে। এতে বিড়ম্বনায় পড়তে হয় বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের। ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

সরেজমিনে থানাহাট বাজার, জোড়গাছ বাজার, মাটিকাটামোড়সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এক শ্রেণির ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা চালিয়ে আসছেন। এতে ফুটপাত ও সড়কের মূল অংশ সংকীর্ণ হয়ে পড়েছে। যানজটের কবলে পড়তে হচ্ছে।

রফিকুল ইসলাম নামের এক পথচারী বলেন, রাস্তার দুই ধারে গড়ে উঠেছে দোকান, যেখানে সেখানে রাখা হয় বিভিন্ন যানবাহন। এতে চলাচলে পথচারীদের ব্যাপক বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

ব্যবসায়ী হাবিবুর জানান, যত্রতত্র গাড়ি পার্কিং করায় ব্যবসা পরিচালনা করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে থানাহাট আদর্শ বণিক কল্যাণ সংস্থা সমিতির সভাপতি মাহাফুজার রহমান মঞ্জু বলেন, ‘কিছু ব্যবসায়ী অবৈধভাবে ফুটপাত দখল করে আছেন। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি।’

ইউএনও মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সরেজমিন গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত