Ajker Patrika

‘মালিক চালাকি করছে আমরা খুব কষ্টে আছি’

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২১ মে ২০২২, ০৯: ৩৬
‘মালিক চালাকি করছে আমরা খুব কষ্টে আছি’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দুরা এলাকায় বন্ধ করে দেওয়া একটি কারখানা চালু এবং এপ্রিল মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন ওই কারখানার শ্রমিকেরা। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে বিক্ষোভ শুরু করেন তাঁরা।

এ সময় শতাধিক শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পূর্ব চান্দুরা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি সফিপুর বাজারে পৌঁছালে সেখানে তাঁরা মানববন্ধন করেন।

শিল্প পুলিশ ও কারখানা শ্রমিক সূত্রে জানা যায়, পূর্ব চান্দুরা এলাকার অ্যাপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং লিমিটেড, অ্যাপেক্স অ্যাকসেসরিস লিমিটেড এবং হোম টেক্সটাইল লিমিটেড নামের তিনটি প্রতিষ্ঠানে একসময় প্রায় ২০ হাজার শ্রমিক কাজ করতেন। কিন্তু নানা কারণে শ্রমিকদের ছাঁটাই করে বর্তমানে ১ হাজার শ্রমিক দিয়ে কাজ চালানো হচ্ছিল। গত ৩০ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত মোট ৯ দিন ঈদের ছুটি দেয় প্রতিষ্ঠান। ওই সময় শ্রমিকদের শুধু ঈদের বোনাস দেওয়া হয়েছিল। মালিকপক্ষ আশ্বাস দিয়েছিল, ছুটি শেষে এপ্রিল মাসের বেতন পরিশোধ করা হবে। শ্রমিকেরা ঈদের ছুটি শেষে ৯ তারিখ কারখানায় গিয়ে দেখতে পান, কারখানা বন্ধ। এ সময় তাঁরা কারখানার গেটে একটি নোটিশ দেখতে পান, কর্তৃপক্ষ ৫ মে থেকে ১৮ জুন পর্যন্ত বাংলাদেশ শ্রম আইনের ১২ ধারা মোতাবেক কারখানার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বিক্ষোভরত কারখানা শ্রমিক রফিকুল ইসলাম বলেন, ‘মালিকপক্ষ নানা রকম চালাকি করছে। আমরা খুব কষ্টে দিন পার করছি। এপ্রিল মাসের বেতন না দেওয়া হলে আরও কঠিন কর্মসূচি পালন করা হবে।’

অ্যাপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেড কারখানার ট্রেড ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এভাবে কারখানা বন্ধ করার অধিকার কর্তৃপক্ষ রাখে না। তাঁরা শিল্প ও শ্রমিক আইন না মেনে কারখানা বন্ধ করে দিয়েছেন।’

কারখানার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) টি এম বদরুদ্দোজার স্বাক্ষরিত ওই নোটিশে জানা গেছে, কারখানা কর্তৃপক্ষ যদি নতুন করে কাজের অর্ডার পায়, তাহলে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার বিষয়ে জানিয়ে দেওয়া হবে।

মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম এ বিষয়ে বলেন, ‘শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে তাঁদের কর্মসূচি পালন করেছেন। তাই তাঁদের কোনো রকম বাধা দেওয়া হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত