Ajker Patrika

১৯৩ কেন্দ্রে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৭
১৯৩ কেন্দ্রে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

আজ থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এর আওতায় ব্রাহ্মণপাড়া উপজেলায় ১৯২টি অস্থায়ী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

সংশ্লিষ্টরা জানান, ৬ থেকে ১১ মাস বয়সী উপজেলার ৪ হাজার শিশুকে নীল রঙের একটি করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সী ৩০ হাজার ২৯১ জন শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ বছর এ উপজেলার ৩৪ হাজার ২৯১ জন শিশু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাবে। আগামী মঙ্গলবার পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।

এসব জানাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনতে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসনাত মো. মহিউদ্দিন মবিন। উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শুভ সূত্রধর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক আহমেদ, পরিসংখান কর্মকর্তা অমলেন্দু সূত্রধর, স্যানিটারি পরিদর্শক পারভীন সুলতানা, ইসলামিক ফাউন্ডেশনের পরিদর্শক আবদুল কাদের প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত