গাইবান্ধা, নীলফামারী ও ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
নীলফামারী, দিনাজপুর ও গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের অধিকাংশ জেলার সড়কগুলো ঢাকা পড়েছে ঘন কুয়াশার চাদরে। মহাসড়কে সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে। বিঘ্ন ঘটছে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা। এদিকে শীতের তীব্রতার সঙ্গে বেড়েছে ঠান্ডা বাতাস। ফলে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষেরা বিপাকে পড়েছেন।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, গতকাল শুক্রবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর গত বৃহস্পতিবার এই মৌসুমে নীলফামারীর সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক শূন্য। সকালে দৃষ্টিসীমা দুই হাজার মিটারের কম থাকায় রানওয়েতে ফ্লাইট ওঠানামা করতে পারছে না।
নীলফামারীর উত্তরা ইপিজেডের মূল ফটকে সকালে কথা হয় শ্রমিক দম্পতি আসাদুল ইসলাম ও কামরুন নাহারের সঙ্গে। তাঁরা জানান, কুয়াশা ও তীব্র শীতের মধ্যে মোটরসাইকেল চালিয়ে আসতে খুব কষ্ট হয়েছে। কুয়াশায় ৫০ মিটার দূরে কোনো কিছু দেখা যাচ্ছে না। তাই দুর্ঘটনা এড়াতে ধীর গতিতে আসতে গিয়ে অফিসে সময়মতো আসা সম্ভব হচ্ছে না। ঘন কুয়াশায় পোশাক ভিজে যাচ্ছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ আজকের পত্রিকাকে জানান, তীব্র কুয়াশায় দুর্ঘটনা রোধে সামনে দেখার জন্য যেমন ফগ লাইট ব্যবহার জরুরি, তেমনি পেছনের চালকেরা সামনের গাড়িটি দেখার সুবিধার্থে ব্যাক লাইট জ্বালিয়ে রাখাও তেমন গুরুত্বপূর্ণ। এসব নির্দেশনা নিশ্চিত করতে এবং ধীর গতিতে গাড়ি চালানোর জন্য চালকদের সতর্কতা করতে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।
বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, ঘন কুয়াশার কারণে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। তবে কোনো ফ্লাইটের শিডিউল বাতিল করা হয়নি।
গাইবান্ধায় সূর্যের দেখা মিলছে না বেশ কয়েক দিন ধরে। দিনে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন। শীত থেকে বাঁচতে সবাই ছুটছেন গরম কাপড়ের দোকানে।
জেলা শহরের পৌরসভার মার্কেটের ধারে, ডিসির বাসার রাস্তার পার্শ্বে ও স্বাধীনতা প্রাঙ্গনের ফুটপাতে বসা গরম কাপড়ের দোকানগুলোয় ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
স্বাধীনতা প্রাঙ্গনে ফুটপাতে গরম কাপড় কিনতে আসা রিকশাচালক হায়দার আলী বলেন, ‘গত কয়েকদিন হলে ঠান্ডা এতোই বেশী রিকশার হ্যান্ডেল ধরবার আর মন চায় না। ঠান্ডার হাতোত থেকে বাঁচপার জন্য দুশো ট্যাকা দিয়ে একখান ছুটটার নিনু। এদেখি দিয়ে এবার শীত পার করিম।’
এদিকে দিনাজপুরের ফুলবাড়ীতে সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। ঘন কুয়াশা পড়ায় প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছে না। এতে চরম দুর্ভোগে পড়েছে স্বল্প আয়ের শ্রমজীবী পরিবারগুলো। কুয়াশার কারণে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে ছোট-বড় যানবাহন। ঘন কুয়াশার কারণে কিছু দূরের জায়গাসহ কোনো কিছু দেখা যাচ্ছে না।
দিনাজপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।
গতকাল সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ফুলবাড়ী পৌর শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘন কুয়াশায় কয়েক হাত দূরের কোনো কিছু দেখা যাচ্ছে না।
সিএনজিচালিত অটোরিকশাচালক নূর ইসলাম বলেন, ‘১০ হাত দূর থেকেও কিছু দেখা যাচ্ছে না। অন্যদিনের তুলনায় সড়কে সকালে মানুষের যাতায়াত কম।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল ইসলাম বলেন, ‘ফুলবাড়ী উপজেলার দুস্থ শীতার্তদের জন্য ৮-১০ দিন আগে সরকারিভাবে ৩ হাজার ২০০ কম্বল বরাদ্দ পেয়েছি। আগামী সপ্তাহে কম্বলগুলো বিতরণ করা হবে।’
নীলফামারী, দিনাজপুর ও গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের অধিকাংশ জেলার সড়কগুলো ঢাকা পড়েছে ঘন কুয়াশার চাদরে। মহাসড়কে সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে। বিঘ্ন ঘটছে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা। এদিকে শীতের তীব্রতার সঙ্গে বেড়েছে ঠান্ডা বাতাস। ফলে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষেরা বিপাকে পড়েছেন।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, গতকাল শুক্রবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর গত বৃহস্পতিবার এই মৌসুমে নীলফামারীর সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক শূন্য। সকালে দৃষ্টিসীমা দুই হাজার মিটারের কম থাকায় রানওয়েতে ফ্লাইট ওঠানামা করতে পারছে না।
নীলফামারীর উত্তরা ইপিজেডের মূল ফটকে সকালে কথা হয় শ্রমিক দম্পতি আসাদুল ইসলাম ও কামরুন নাহারের সঙ্গে। তাঁরা জানান, কুয়াশা ও তীব্র শীতের মধ্যে মোটরসাইকেল চালিয়ে আসতে খুব কষ্ট হয়েছে। কুয়াশায় ৫০ মিটার দূরে কোনো কিছু দেখা যাচ্ছে না। তাই দুর্ঘটনা এড়াতে ধীর গতিতে আসতে গিয়ে অফিসে সময়মতো আসা সম্ভব হচ্ছে না। ঘন কুয়াশায় পোশাক ভিজে যাচ্ছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ আজকের পত্রিকাকে জানান, তীব্র কুয়াশায় দুর্ঘটনা রোধে সামনে দেখার জন্য যেমন ফগ লাইট ব্যবহার জরুরি, তেমনি পেছনের চালকেরা সামনের গাড়িটি দেখার সুবিধার্থে ব্যাক লাইট জ্বালিয়ে রাখাও তেমন গুরুত্বপূর্ণ। এসব নির্দেশনা নিশ্চিত করতে এবং ধীর গতিতে গাড়ি চালানোর জন্য চালকদের সতর্কতা করতে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।
বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, ঘন কুয়াশার কারণে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। তবে কোনো ফ্লাইটের শিডিউল বাতিল করা হয়নি।
গাইবান্ধায় সূর্যের দেখা মিলছে না বেশ কয়েক দিন ধরে। দিনে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন। শীত থেকে বাঁচতে সবাই ছুটছেন গরম কাপড়ের দোকানে।
জেলা শহরের পৌরসভার মার্কেটের ধারে, ডিসির বাসার রাস্তার পার্শ্বে ও স্বাধীনতা প্রাঙ্গনের ফুটপাতে বসা গরম কাপড়ের দোকানগুলোয় ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
স্বাধীনতা প্রাঙ্গনে ফুটপাতে গরম কাপড় কিনতে আসা রিকশাচালক হায়দার আলী বলেন, ‘গত কয়েকদিন হলে ঠান্ডা এতোই বেশী রিকশার হ্যান্ডেল ধরবার আর মন চায় না। ঠান্ডার হাতোত থেকে বাঁচপার জন্য দুশো ট্যাকা দিয়ে একখান ছুটটার নিনু। এদেখি দিয়ে এবার শীত পার করিম।’
এদিকে দিনাজপুরের ফুলবাড়ীতে সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। ঘন কুয়াশা পড়ায় প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছে না। এতে চরম দুর্ভোগে পড়েছে স্বল্প আয়ের শ্রমজীবী পরিবারগুলো। কুয়াশার কারণে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে ছোট-বড় যানবাহন। ঘন কুয়াশার কারণে কিছু দূরের জায়গাসহ কোনো কিছু দেখা যাচ্ছে না।
দিনাজপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।
গতকাল সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ফুলবাড়ী পৌর শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘন কুয়াশায় কয়েক হাত দূরের কোনো কিছু দেখা যাচ্ছে না।
সিএনজিচালিত অটোরিকশাচালক নূর ইসলাম বলেন, ‘১০ হাত দূর থেকেও কিছু দেখা যাচ্ছে না। অন্যদিনের তুলনায় সড়কে সকালে মানুষের যাতায়াত কম।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল ইসলাম বলেন, ‘ফুলবাড়ী উপজেলার দুস্থ শীতার্তদের জন্য ৮-১০ দিন আগে সরকারিভাবে ৩ হাজার ২০০ কম্বল বরাদ্দ পেয়েছি। আগামী সপ্তাহে কম্বলগুলো বিতরণ করা হবে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫