Ajker Patrika

ধর্ষণের মামলায় মামুনুলের বিরুদ্ধে অভিযোগ গঠন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ২১: ২২
ধর্ষণের মামলায় মামুনুলের বিরুদ্ধে অভিযোগ গঠন

হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে হওয়া ধর্ষণের মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। গতকাল বুধবার নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিসুর রহমানের আদালতে এ অভিযোগ গঠন করা হয়।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর আসাদুজ্জামান এ বিষয়ে সাংবাদিকদের জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিচারক ছুটিতে থাকায় নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে এ অভিযোগ গঠন করা হয়।

নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিবুদ্দিন আহমেদ ধর্ষণ মামলার অভিযোগ গঠনের আবেদন করেন।

গত ৩ এপ্রিল সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে স্ত্রী পরিচয়ে জান্নাত আরা ঝর্ণাকে নিয়ে এক কক্ষে অবস্থান করেন মামুনুল হক। পরে খবর পেয়ে স্থানীয় যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা নারীসহ মামুনুল হককে অবরুদ্ধ করে রাখেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে হেফাজতের কর্মীরা রিসোর্টে হামলা চালিয়ে ভাঙচুর করে পুলিশি হেফাজতে থাকা মামুনুল হকসহ ওই নারীকে ছিনিয়ে নিয়ে যান। সংহিসতার মামলায় ১৮ এপ্রিল গ্রেপ্তারের পর ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন জান্নাত আরা ঝর্ণা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত