Ajker Patrika

আইএসআইকে ঠেকাতে সহায়তা করে ভারত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ০৯: ৫৫
আইএসআইকে ঠেকাতে সহায়তা করে ভারত

বঙ্গবন্ধু হত্যা, ২১ আগস্ট গ্রেনেড হামলার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘পাকিস্তান সব সময় তাদের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) মাধ্যমে নানাভাবে আমাদের বিব্রত করার চেষ্টা নিয়েছে। সেই ব্যাপারে আমরা সব সময় খেয়াল রাখছি, যাতে তারা এ ধরনের ঘটনা আর না ঘটাতে পারে। তাদের গতিবিধির ওপর নজর রয়েছে। আমরা সব সময় আমাদের বন্ধুপ্রতিম দেশ ভারতের সঙ্গে ইন্টেলিজেন্স (গোয়েন্দা তথ্য) শেয়ার করে থাকি এবং আমরা সব সময় তাদের থেকে আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে খবরাখবর রাখতে সক্ষম হয়েছি।’

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ১৩তম বার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, জঙ্গিবাদ শুধু বাংলাদেশের সমস্যা নয়। সারা পৃথিবীতেই তারা নানাভাবে অস্তিত্বের প্রমাণ দিয়েছে। মিয়ানমার থেকে ১১ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে জোর করে আমাদের দেশে পাঠানো হয়েছে। তারা যদি দীর্ঘদিন থাকে তাদের মাধ্যমেই নতুনমাত্রায় দেশে জঙ্গিবাদের উত্থান হয়েও যেতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ‘মুম্বাই হামলার ঘটনা আমরা ভুলতে পারি না। কেননা আর কোথাও এমন ঘটনা ঘটেনি। একটি রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রকে টার্গেট করে এটা করেছে। আর সে সময় এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে বাঙালিরা আমাদের অনুপ্রেরণা ছিল। এটা বলাই যায় যে ১৯৭১ এবং ২০০৮ এর ঘটনা প্রায় একই রকম। বাংলাদেশ এবং ভারত একসঙ্গে সন্ত্রাসী ও জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। এই পথচলা আরও দীর্ঘ হবে।’

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ বলেন, বিশ্বে প্রতিবছর ২১ হাজার মানুষের জঙ্গি হামলায় মৃত্যু হয়। জঙ্গিরা ভয় দেখিয়ে সব জয় করতে চায়। তাই দেশের জঙ্গিবাদ নিরাসনে দেশীয় জঙ্গিদের বুঝিয়ে ফিরে আনতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। উপস্থিত ছিলেন সাংসদ আরোমা দত্ত, শহীদ জয়া শ্যামলী নাসরিন চৌধুরী এবং বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত