Ajker Patrika

ওর বাবা হারিয়ে গেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জুন ২০২২, ০৯: ১৬
ওর বাবা হারিয়ে গেছে

সকালে ঘুম থেকে উঠে তুমি তোমার বাবাকে কাছে পাও। বাবার আদর নিতে পারো। কিন্তু বুবুন নামের একটি ছেলের বাবা হারিয়ে গেছেন। নিশ্চয় অবাক হচ্ছ, ভাবছ বড় মানুষ আবার কী করে হারিয়ে যায়? সেই গল্পটি আজ তোমাকে জানাব।

বুবুন যখন অনেক ছোট ছিল তখন তার বাবার মাথায় টিউমার ধরা পড়ে। তখন ধীরে ধীরে তিনি সব ভুলে যেতে থাকেন। একসময় ঘরসংসার ছেড়ে কোথায় যেন হারিয়ে যান তিনি। বুবুনের মা বুবুনকে নিয়ে একাই সংসার চালাতে থাকেন। ধীরে ধীরে বুবুন বড় হতে থাকে। স্কুলে ভর্তি হয়। বুবুনের মা চাকরিজীবী। চাকরির সুবাদে তাঁর পোস্টিং হয় এক মফস্বল শহরে। নতুন জায়গায় গিয়ে নতুন স্কুলে ভর্তি হয় বুবুন। সেখানে অনেক বন্ধু হয় তার। নতুন বন্ধুদের সঙ্গে খুব মজার সময় কাটতে থাকে।

একসময় এই উপন্যাসের কাহিনির মোড় পাল্টে যায় বুবুনের বাবা ফিরে আসায়। বুবুনের বাবার কিছুই মনে না থাকায় তিনি কাউকে চিনতে পারেননি। এমনকি বুবুনের মাকেও না। কিন্তু তার মা ঠিকই চিনে ফেলেছেন তাঁর স্বামীকে। এখন বুবুনের বাবার আচরণ একদম বাচ্চা ছেলের মতো হয়ে গেছে। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলো। চিকিৎসক বলেছেন, হঠাৎ করেই কোনো ঘটনার কারণে সুস্থ হয়ে যেতে পারেন তিনি। বুবুন ও তার বন্ধুরা মিলে বাবাকে সুস্থ করতে নানা রকম চেষ্টা করতে থাকে। তারপর কী হলো? বুবুনের বাবার কি স্মৃতি ফিরে এসেছে কখনো? জানতে হলে পড়ে নাও বুবুনের বাবা বইটি।

বই: বুবুনের বাবা

লেখক: মুহম্মদ জাফর ইকবাল

প্রকাশনী: কাকলী প্রকাশনী

মূল্য: ২০০ টাকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ