Ajker Patrika

খাদ্য কার্ডের নামে টাকা আদায়ের সত্যতা মিলেছে

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
খাদ্য কার্ডের নামে টাকা আদায়ের সত্যতা মিলেছে

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড করে দেওয়ার কথা বলে উপকারভোগীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে। এ ঘটনায় জড়িত রূপনারায়ণকুড়া ইউনিয়নের জনপ্রতিনিধিদের চিঠি দিয়ে সতর্ক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিম্ন আয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প খাদ্যবান্ধব কর্মসূচি। এ কর্মসূচির আওতায় রূপনারায়ণকুড়া ইউনিয়নে ১ হাজার ২৬৭ তালিকাভুক্ত উপকারভোগীর মধ্যে অনলাইনে যাচাই-বাছাই করে টিকেছেন ১ হাজার ২ জন। এ কর্মসূচির আওতায় উপকারভোগীরা ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি চাল কিনতে পারেন। খাদ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণে প্রতিটি ইউনিয়ন পরিষদে এ কর্মসূচির উপকারভোগীর নাম বিনা মূল্যে তালিকাভুক্তি ও তথা যাচাই-বাছাইয়ের কথা রয়েছে।

কিন্তু ভুক্তভোগীদের অভিযোগ, রূপনারায়ণকুড়া ইউপির চেয়ারম্যান মুঞ্জুর আল মামুন ইউপি সদস্যদের খাদ্যবান্ধব কর্মসূচির তালিকাভুক্তির জন্য উপকারভোগীদের কাছ থেকে এক হাজার করে টাকা নেওয়ার নির্দেশ দেন। পরে ইউপি সদস্যরা ইউনিয়নের নয়টি ওয়ার্ডের প্রায় ৮০০ উপকারভোগীর নাম অন্তর্ভুক্তির কথা বলে জনপ্রতি এক হাজার করে টাকা নেন।

উপজেলা প্রশাসন ও কয়েকজন উপকারভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনা তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচি কমিটির সভাপতি হেলেনা পারভীন গত ২৫ অক্টোবর তদন্ত কমিটি গঠন করেন। এতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও খাদ্যবান্ধব কর্মসূচি কমিটির সদস্যসচিব কে এম নাসিরকে আহ্বায়ক এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম ও শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলামকে সদস্য করা হয়। পরে সরেজমিনে তদন্ত করে ওই কমিটিকে ৩০ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেন তিনি। নির্দেশমতে ২৭ ও ৩০ অক্টোবর দুই দিন সরেজমিন তদন্ত সম্পন্ন করে কমিটি।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন জানান, তদন্তে টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় চেয়ারম্যান ও দুই ইউপি সদস্যকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত