Ajker Patrika

সিলেটের শিক্ষার্থীরা হাফ ভাড়া দেবে

সিলেট প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৬
সিলেটের শিক্ষার্থীরা  হাফ ভাড়া দেবে

সিলেটে গণপরিবহনে চলাচলে হাফ ভাড়া দিতে পারবে শিক্ষার্থীরা। পরিচয়পত্র দেখিয়ে নগর এক্সপ্রেসের বাসে তাদের কাছ থেকে হাফ ভাড়া রাখা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নগর এক্সপ্রেস মালিক সমিতির সভাপতি ও সিটি কাউন্সিলর মখলিছুর রহমান কামরান বলেন, ‘আমরা যখন নগর এক্সপ্রেস চালু করি, তখনই মূলত বলেছিলাম যে, শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়া হবে। এখন যেহেতু বিষয়টি নিয়ে আলোচনা চলছে, আমরা আবারও বলছি, শিক্ষার্থীরা হাফ ভাড়া দিয়ে নগর এক্সপ্রেসে যাতায়াত করতে পারবেন।’

তিনি বলেন, শিক্ষার্থীরা নিজেদের পরিচয়পত্র প্রদর্শন করে হাফ ভাড়া দিতে পারবেন।

তবে হাফ ভাড়ার সুবিধা শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকা অবস্থায় পাওয়া যাবে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে হাফ ভাড়া কার্যকর হবে না বলে জানান তিনি।

সম্প্রতি হাফ ভাড়ার (অর্ধেক ভাড়া) দাবিতে শিক্ষার্থীরা ঢাকায় আন্দোলন করেছেন। সেই আন্দোলনের মুখে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি শুরুতে ঢাকায় হাফ ভাড়া কার্যকরের ঘোষণা দেয়। কিন্তু শিক্ষার্থীরা সারা দেশে হাফ ভাড়ার দাবি তোলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত