Ajker Patrika

সার না পেয়ে কৃষকদের সড়ক অবরোধ, বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি
সার না পেয়ে কৃষকদের সড়ক অবরোধ, বিক্ষোভ

চাহিদা অনুযায়ী সার না পেয়ে সড়ক অবরোধ করেছেন জামালপুর সদর উপজেলার শরিফপুরের কৃষকেরা। গতকাল রোববার বেলা ১১টার দিকে শরিফপুর বাজার এলাকার জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তাঁরা বিক্ষোভ করেন।

বিক্ষুব্ধ কৃষকেরা জানান, মেসার্স নাশাদ এন্টারপ্রাইজ থেকে শরিফপুর ইউনিয়নের রনরামপুর, খলিসাকুড়ি, বাঁদেচান্দি, ডেঙ্গারগড় এবং হামিদপুর এলাকার কৃষকদের সার বিক্রি করার কথা। গত সাত দিন কৃষকেরা ডিলারের দোকানে ঘুরলেও সার দেওয়া হয়নি।

কৃষকেরা খোঁজ নিয়ে জানতে পারেন রোববার সকালে সার বিক্রি করা হবে। এদিন কৃষকেরা শরিফপুর ইউনিয়নের সার নিতে ডিলারের দোকানে যান। ডিলার কিছু কৃষককে ৫ থেকে ১০ কেজি করে সার দেওয়ার পর বিক্রি বন্ধ করে দেন।

এ সময় সার শেষ হওয়ার খবরে বিক্ষুব্ধ কৃষকেরা ১০ থেকে ১৫ মিনিট জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান, আইনশৃঙ্খলা বাহিনী ও কৃষি কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ইউএনওর উপস্থিতিতে ওই বিক্রয়কেন্দ্রের স্বত্বাধিকারী মো. মোশারফ হোসেন কৃষকদের মধ্যে সার বিক্রি শুরু করেন।

সারের দোকানের নাসাদ নামের এক ব্যক্তি বলেন, ‘এ এলাকার কৃষকদের জন্য ২০ টন সার বরাদ্দ পেয়েছি। গতকাল ১০ টন আসে। সেটাই বিক্রি করেছি। বাকি ১০ টন এক-দুই দিনের মধ্যে আসবে। তখন আবার বিক্রি করা হবে।’

হামিদপুর গ্রামের কৃষক মিল্লাত বলেন, ‘সাত দিন ধরে সারের জন্য ঘুরছি। সার না দেওয়ায় পুরো খেত লাল হয়ে গেছে। এখন সার না দিলে খেত বাঁচানো যাবে না।’ রনরামপুর গ্রামের কৃষক ইব্রাহিম বলেন, ‘সকাল ৮টা থেকে সারের জন্য লাইনে বসে ছিলাম। সার নিতে গেলে জাতীয় পরিচয়পত্রের কার্ড দিতে বলে। ১০০ টাকা খরচ করে কার্ড নিয়ে এসে দেখি সার বিক্রি বন্ধ।’ এই কেন্দ্রের কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেনের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

কৃষক ইব্রাহিম বলেন, আনোয়ার হোসেন অসুস্থতার ভান করে ডিলারের কাছে না থেকে পাশের দোকানে বসে থাকেন। এ ব্যাপারে কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত