Ajker Patrika

গোপীনাথপুর-চৌরাস্তা বাজার সড়ক বেহাল

সেলিম হোসাইন, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) 
গোপীনাথপুর-চৌরাস্তা বাজার সড়ক বেহাল

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের গোপীনাথপুর থেকে হরিপুর চৌরাস্তা বাজার পর্যন্ত রাস্তা বেহাল। খানাখন্দের কারণে রাস্তা দিয়ে রোগীবাহী গাড়ি, ভ্যান, অটোরিকশা ও কাঁচামালের গাড়ি চলাচল করতে সীমাহীন দুর্ভোগের শিকার হতে হচ্ছে। উপজেলা প্রকৌশল অফিস বলছে, রাস্তাটি পাকাকরণের জন্য একটি প্রকল্প প্রস্তুত করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আছে।

জানা গেছে, গোপীনাথপুর থেকে হরিপুর চৌরাস্তা বাজার পর্যন্ত রাস্তা খুবই খারাপ। রাস্তার দুই পাশ পাকা হলেও দীর্ঘদিন ধরে মাটির এই রাস্তাটি সংস্কার না হওয়ায় এলাকাবাসীরা দুর্ভোগে পড়েছেন।
সরেজমিনে দেখা গেছে, রাস্তায় ছোট-বড় অসংখ্য গর্ত। রোগীবাহী গাড়ি, অটোরিকশা ও সবজিবাহী গাড়ি চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

স্থানীয় লোকজন জানান, উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এনায়েতপুর ইউনিয়নের এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। রাস্তাটি রাঙামাটি ও এনায়েতপুর—পাশাপাশি এই দুইটি ইউনিয়নের যোগাযোগের জন্য একমাত্র পথ।

ফুলবাড়িয়া উপজেলা প্রকৌশলী মাহবুব মুর্শেদ বলেন, রাস্তাটি পাকাকরণের জন্য একটি প্রকল্প প্রস্তুত করে পাঠানো হয়েছে। রাস্তাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত