Ajker Patrika

অনুমতি না নিয়েই…

সম্পাদকীয়
অনুমতি না নিয়েই…

১৯৫৪ সালের ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের সমন্বিত প্যানেল করা সম্ভব হলো না। প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন আবুল মাল আবদুল মুহিত। ১৯৫৪ সালের ডিসেম্বরে অথবা ১৯৫৫ সালের জানুয়ারিতে ওস্তাদ আলাউদ্দিন খাঁকে সলিমুল্লাহ হলের জীবন সদস্য করা হয়। এর জন্য ছাপানো নিমন্ত্রণপত্র বিতরণ করা হয়। সেই নিমন্ত্রণপত্র যায় আলাউদ্দিন আল আজাদের নামে। সেখানে লেখা ছিল, ‘অনুষ্ঠানের পর ওস্তাদ সমবেত ছাত্র ও অতিথিদের সরোদ বাজিয়ে শোনাবেন।’

মজার ব্যাপার হলো, অনুষ্ঠান শেষে ওস্তাদ যে সমবেত ছাত্র ও অতিথিদের সরোদ বাজিয়ে শোনাবেন, সে ব্যাপারে ওস্তাদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। ওস্তাদ আলাউদ্দিন খাঁ জানতেনও না যে সেদিন তাঁকে সরোদ বাজাতে হবে।

সলিমুল্লাহ হলের প্রভোস্ট ড. গনির প্লাইমাউথ গাড়ি নিয়ে নুরুল হক ও তাঁর বন্ধু খাঁ সাহেবকে আনতে গেলেন। খাঁ সাহেব তখন থাকতেন বুড়িগঙ্গা নদীর পারে, তাঁর ভ্রাতুষ্পুত্র খাদেম হোসেন খাঁয়ের বাড়িতে। গায়ে লম্বা কোট আর একটা চুরুট মুখে গাড়িতে উঠে বসলেন ওস্তাদ। সঙ্গে ছিলেন খাদেম হোসেন খাঁ। কথায় কথায় সরোদ বাজানোর কথা উঠতেই খাঁ সাহেব গাড়ি থেকে নেমে বললেন, ‘আমার শরীর ভালো না। প্রিয় ছাত্ররা অপেক্ষা করবে আর আমি আনন্দ দিতে পারব না, এটা হতে পারে না।’

সত্যিই নেমে চলে গেলেন বাড়িতে। শূন্যহাতে ফিরতে হলো। তবে এরপর আরও দুজন শিক্ষার্থী ওস্তাদকে আনতে গেলেন। এবার তাঁরা বিফল হলেন না। জীবন সদস্য-সংক্রান্ত অনুষ্ঠানের পর তিনি শিশুসুলভ সরলতায় নিজের জীবনের কথা বললেন এবং শোনালেন সরোদ।

ওস্তাদের বিনা অনুমতিতে নিমন্ত্রণপত্রে সরোদ বাজানোর কথা উল্লেখ থাকায় আলাউদ্দিন আল আজাদের প্রতি অসন্তোষ প্রকাশ করা হয়েছিল। তিনিও নিজের ভুলের কথা স্বীকার করেছিলেন। 

সূত্র: নুরুল হক, সৌরভে গৌরবে ঢাকা বিশ্ববিদ্যালয়, পৃষ্ঠা ১৪৮-১৪৯  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত