Ajker Patrika

বাঁচতে চায় ব্লাড ক্যানসারে আক্রান্ত সালেহা বেগম

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৫: ২০
বাঁচতে চায় ব্লাড  ক্যানসারে আক্রান্ত সালেহা বেগম

ঢাকার একটি কওমি মাদ্রাসার ছাত্রী সালেহা বেগম। বয়স ১০ বছর। এই অল্প বয়সে সে ব্লাড ক্যানসারের মতো জটিল রোগের সঙ্গে লড়াই করছে। আহ্ছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালের চিকিৎসক সাইফুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছে সে।

সালেহা ঢাকার হযরত আয়েশা ছিদ্দিকা রা. মহিলা মাদ্রাসায় পড়াশোনা করে। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা করানোর পর ক্যানসার ধরা পড়ে তার। সালেহার গ্রামের বাড়ি বগুড়ার বালুয়ারহাটের সোনাতলায়। বাবা আশিফ হোসাইন ভ্যানে করে তরকারি বিক্রি করেন।

আশিফ হোসাইন মেয়ের চিকিৎসা করাতে ইতিমধ্যে খরচ করেছেন তিন লাখ টাকা। চিকিৎসার খরচ জোগাতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন।

আশিফ হোসাইন বলেন, প্রতি দুই মাস পর মেয়ের কেমোথেরাপি দিতে হয়। এতে আনুষঙ্গিক খরচ সহ চিকিৎসায় প্রায় ৫০ হাজার টাকা লাগে।

আশিফ হোসাইন আরও বলেন, চিকিৎসকেরা তাঁকে জানিয়েছেন মেয়ের চিকিৎসা চালিয়ে যেতে হবে। এ অবস্থায় তিনি সমাজের বিত্তবান, হৃদয়বান ও প্রবাসীদের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আশিফ হোসাইন, ডাচ্-বাংলা ব্যাংক লি., সঞ্চয়ী হিসাব নম্বর-২২৭১০৫০০০৮৭৩৭, তেজগাঁও, ঢাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত