Ajker Patrika

উপাচার্যকে চাপে রাখতে তৎপর কুবি ছাত্রলীগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ২২ জুলাই ২০২২, ১১: ৩২
Thumbnail image

ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির তৎপরতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সরগরম হয়ে উঠেছে। ১৪টি দাবি নিয়ে গতকাল মানববন্ধন করেছে ছাত্রলীগ। এর আগে গত মঙ্গল ও বুধবার দুটি হলের বিভিন্ন দাবি নিয়ে তারা মানববন্ধন করে। তবে এ কর্মসূচির পেছনে শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি ইলিয়াস হোসেন সবুজের বিশেষ উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, ভিসি স্যারকে চাপে রাখতে পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের দাবি নামক ব্যানারে ছাত্রলীগ মানববন্ধনে নেমেছে। এর আগে বিভিন্ন সময় তারা বিভিন্ন টেন্ডার ও নিয়োগের অযৌক্তিক দাবি তুললে ভিসি স্যার তাতে রাজি না হওয়ায় তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। যাতে চাপে পড়ে ভিসি স্যার অযৌক্তিক দাবিগুলো মেনে নেন।

গত ৩১ মার্চ চাকরি-ঠিকাদারিসহ বিভিন্ন দাবিতে ইলিয়াসের নেতৃত্বে উপাচার্যের গাড়ি আটকায় কুবি ছাত্রলীগ। তখন উপাচার্য তাঁদের অনৈতিক দাবির সঙ্গে একমত না হওয়ায় ইলিয়াস তাঁর সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।

এ বিষয়ে ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘গত তিন মাস আমরা উপাচার্যের কাছে কোনো টেন্ডার বা নিয়োগ নিয়ে কথা বলতে যাইনি। আমরা শুধু শিক্ষার্থীদের দাবি নিয়ে কথা বলছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘দাবিগুলোর বেশির ভাগ হলকেন্দ্রিক। হলের সমস্যা থাকলে সমাধান করবেন হল প্রাধ্যক্ষ। সেটা সরাসরি উপাচার্যকে বলা স্বাভাবিক নয় বলে মনে করি। এভাবে হুট করে টানা তিন দিন মানববন্ধন করার পেছনে কারো ভিন্ন উদ্দেশ্য থাকতেও পারে। তবে কী উদ্দেশ্য ছিল সেটা বলতে পারছি না।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন বলেন, ‘শিক্ষার্থীবান্ধব দাবিগুলো যৌক্তিক। আমরা এসব যথাসম্ভব দ্রুত পূরণের চেষ্টা করব। তবে অন্য দাবিগুলো পূরণে সময়ও লাগবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত