Ajker Patrika

মামলার আসামি হয়ে ববি জানালেন প্রতারণার শিকার হয়েছেন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ময়ূরাক্ষী নিয়ে পরিচালকের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে কয়েক দিন ধরে আলোচনায় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এর মাঝেই চুরি ও হত্যাচেষ্টা মামলার আসামি হয়ে আবারও খবরের শিরোনাম এই নায়িকা। গত ২৩ জুন দুপুরে গুলশান থানায় মামলাটি করেন মুহাম্মাদ সাকিব উদ্দোজা। অভিযোগকারীদের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন ববি। সবকিছু খোলাসা করতে গতকাল মগবাজারে এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ববি। সেখানে তিনি জানান, রেস্টুরেন্ট ব্যবসা করতে গিয়ে তিনি ও তাঁর পার্টনার মির্জা বাশার প্রতারণার শিকার হয়েছেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ববি বলেন, ‘৫৫ লাখ টাকার চুক্তিতে আমানের কাছ থেকে আমি এবং আমার পূর্বপরিচিত মির্জা বাশার গুলশানে ভুবন নামের একটি রেস্টুরেন্ট ক্রয় করি। সে সময় ভবনের মালিক সাহিনা ইয়াসমিন ও তাঁর ছেলে আমাকে ভাড়া নিতে উৎসাহিত করেন। আমানকে ১৫ লাখ টাকা প্রদান করে রেস্টুরেন্ট বুঝে নিই। রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স করার জন্য ভবনের মালিকের কাছে চুক্তিপত্র, ফায়ার সেফটি সনদসহ বিভিন্ন কাগজ চাইলে আগের মালিক আমান, ভবন মালিক সাহিনা ইয়াসমিন, তাঁর ছেলে জাওয়াদ, ভবনের দায়িত্বে থাকা জয় সাকিবসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আমাদের হয়রানি শুরু করেন। আমান ১৫ লাখ টাকার কথা অস্বীকার করেন। রেস্টুরেন্টের বিদ্যুৎ লাইন বন্ধ করে দেন।’

ববি আরও বলেন, ‘সিটি করপোরেশনে গিয়ে জানতে পারি, এই ভবনে কোনো বাণিজ্যিক কর্মকাণ্ডের অনুমোদন নেই। আমরা জানতে পারি বেইলি রোডে অগ্নিকাণ্ডের পর এখানেও সিলগালা করে দেওয়া হয়। আমরা বুঝতে পারি, তাঁরা আমাদের সঙ্গে প্রতারণা করেছেন।

অবৈধ রেস্টুরেন্ট বাঁচাতে না পেরে বিক্রি করে টাকা তুলে নেওয়ার ফাঁদ পেতেছেন। সর্বশেষ গত ২৩ জুন রেস্টুরেন্টের কর্মচারীরা সেখানে গেলে তাঁদের প্রবেশে বাধা দেওয়া হয়। খবর পেয়ে আমার অপারেশন পার্টনার বাশার সেখানে গেলে ১৫-২০ জনের একটি সন্ত্রাসী দল তাঁকে আক্রমণ করে। পরে পুলিশের সঙ্গে রেস্টুরেন্টে গেলে দেখতে পাই, সেখানে নতুন তালা লাগানো। ভেতরের প্রায় সব আসবাব ভাঙচুর ও লুট করা হয়েছে। এমন অবস্থায় গুলশান থানায় মামলা করতে গেলে আমাকে পরামর্শ দেন আগে বাশারকে চিকিৎসা করাতে।

ববি। ছবি: সংগৃহীতএরপর সন্ধ্যার দিকে থানায় গিয়ে জানতে পারি, উল্টো তাঁরা আমাদের নামে মামলার এজাহার দিয়েছেন। সেখানে আমাকেও আসামি করা হয়েছে। অথচ সে সময় আমি উপস্থিত ছিলাম না। মামলার তদন্ত হচ্ছে। আশা করছি, সঠিক বিচার পাব।’ 

ববি বলেন, ‘তাঁরা মনে করেছিলেন আমি যেহেতু চিত্রনায়িকা, তাই এসব নিয়ে প্রতিবাদ করতে আসব না। নম্র-ভদ্র হতে পারি কিন্তু অন্যায় হলে মুখ বন্ধ করে থাকার মানুষ আমি নই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত