Ajker Patrika

ঠিকাদারদের মানববন্ধন, স্মারকলিপি

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১১: ৪৭
ঠিকাদারদের মানববন্ধন, স্মারকলিপি

নির্মাণ সামগ্রীর মূল্য হ্রাস, ভ্যাট-ট্যাক্স কমানো ও পুরোনো দরে দরপত্র আহ্বান বন্ধের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন হয়েছে। জেলা ঠিকাদার কল্যাণ সমিতি এ কর্মসূচির আয়োজন করে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের সঙ্গে যুক্ত ঠিকাদারেরা বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।

গতকাল রোববার দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আকবর আলীর সভাপতিত্বে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাধারণ সম্পাদক নজরুল হক নাজমুলের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন-জেলা ঠিকাদার কল্যাণ সমিতির আসাদ হোসেন মক্কু, শ্রীমঙ্গল ঠিকাদার কল্যাণ সমিতির মুমিনুল হক সুহেল, কুলাউড়া ঠিকাদার কল্যাণ সমিতির মনসুরুজ্জামান, খন্দকার কামাল, বড়লেখা ঠিকাদার কল্যাণ সমিতির জসিম উদ্দিন, ফকরুল ইসলাম। আহমদীয়া বিল্ডার্স এর চেয়ারম্যান সেলিম আহমদ।

মানববন্ধনে বক্তারা বলেন-ঠিকাদারদের এ নিয়মতান্ত্রিক কর্মসূচির পর দাবি পূরণ না হলে, বেঁচে থাকার তাগিদে সকল উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ রাখা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত